রাজ্য

৬-এ ছক্কা, উপ নির্বাচনে রাজ্যে সবুজ ঝড়, মাদারিহাটেও হারল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশা মতোই উপ নির্বাচনে রাজ্যে দেখা গেল সবুজ ঝড়। ছয়ে ছক্কা হাঁকালেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুর, মাদারিহাট ও সিতাই- সর্বত্রই তৃণমূল প্রার্থীদের কাছে বিশাল ব্যবধানে হারতে হল বিজেপি শিবিরকে। এমনকী গত ৮ বছর ধরে দখলে রাখা মাদারিহাটও হাতছাড়া হল পদ্ম শিবিরের।
নৈহাটিতে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হন তিনি। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৮ হাজার ৬১২। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্র মাত্র ২৯ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।
একই চিত্র ফুটে উঠেছে সিতাইতেও। সেখানে ১ লাখ ৩০ হাজার ৪৬৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক কুমার রায়ের থেকে তিনি প্রায় ৫গুণ বেশি ভোট পেয়েছেন।
অন্যদিকে, মাদারিহাটও খোয়া গিয়েছে বিজেপির হাত থেকে। এই উপ নির্বাচনে পদ্ম শিবিরের একমাত্র শক্ত ঘুঁটি ছিল এই মাদারিহাট। কিন্তু সেখানেও হালে পানি পেল না বিজেপি। মাদারিহাটে ২৮ হাজার ১৬৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
এছাড়াও, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরাতেও জয়জয়কার ঘাসফুল শিবিরেরই। হাড়োয়াতে নিকটতম প্রতিদ্বন্দ্বী  আইএসএফ প্রার্থীর তুলনায় ১ লক্ষ ৩১ হাজার ২৮৪টি বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। মেদিনীপুর, তালডাংরাতেও উৎসবের মেজাজে ঘাসফুল শিবির। মেদিনীপুরে ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও তালডাংরাতে ৩৪ হাজার ৮২ ভোটে জয়ী হয়েছে ঘাসফুল শিবির।
11h 11m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা