রাজ্য

বাংলাকে বদনামের চেষ্টা! জবাব মিলবে ভোটবাক্সেই, ৬ আসনের উপ নির্বাচনে চ্যালেঞ্জ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে বিজেপি সহ বিরোধীদের প্রচার এখনও রাজ্যবাসীর স্মৃতিপট থেকে মুছে যায়নি। সেই ইস্যুতে বিস্তর জলঘোলা করেও ভোটবাক্সে তার কোনও সুফল পায়নি বিরোধী শিবির। বরং বাংলার বদনাম করতে উদ্দেশ্যপূর্ণ কুৎসার যে অভিযোগ তৃণমূল করেছিল, জনগণের রায় তাতেই সিলমোহর দিয়েছে। লোকসভার ফলাফলের পর তৃণমূল যখন উজ্জীবিত, বিরোধীরা যখন আরও কোণঠাসা, তখনই ঘটে যায় আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। ফের তোলপাড় হয় রাজ্য, এমনকী দেশও। বাম-বিজেপি নেমে পড়ে আন্দোলনে। অপরাধীদের চরম শাস্তি চেয়েছে তৃণমূলও। সেই সঙ্গে তাদের দাবি, আন্দোলনের মোড়কে আবারও বাংলাকে বদনামের চেষ্টা চলছে। এর মধ্যেই এসে পড়ে রাজ্যের ছ’টি বিধানসভার উপ নির্বাচন। আগামী ১৩ নভেম্বর, বুধবার ভোট গ্রহণ হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা আসনে।  ফল প্রকাশ ২৩ নভেম্বর। এই আবহে তৃণমূলের সরাসরি চ্যালেঞ্জ, যেভাবে বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে, এই উপ নির্বাচনে ভোটবাক্সেই তার জবাব দেবে মানুষ। 
কোনও আত্মতুষ্টি না রেখে জনস্বার্থে লড়াই আর দুয়ারে উন্নয়ন পৌঁছে দেওয়া—এই বীজমন্ত্রেই ছ’টি বিধানসভা কেন্দ্রে জোড়াফুল ফোটাতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। আর জি কর-কাণ্ডের পর তৃণমূল আরও ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক। তাদের নিজস্ব পর্যালোচনা, আদতে গুটিকয়েক কেন্দ্রের উপ নির্বাচন হলেও এই ভোট রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটের মাধ্যমে সিপিএম ও বিজেপিকে উপযুক্ত জবাব দিতে হবে। আর জি কর নিয়ে লাল ও গেরুয়া শিবির যে রাজ্যজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে, ইতিপূর্বে সেই অভিযোগ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘বাংলায় থাকছে, আর বাংলার বদনাম করছে। বাংলা মা’কে অসম্মান কোনও অবস্থায় মেনে নেব না। মানুষই ওদের জবাব দেবে।’ উপ নির্বাচনে সিপিএম, বিজেপি সেই জবাব পেতে চলেছে বলে দাবি প্রত্যয়ী তৃণমূল নেতৃত্বের। ফলাফল ৬-০ করতে মরিয়া তারা। দলের তরফে বলা হচ্ছে, আর জি কর নিয়ে সিপিএম যতই হইচই করুক, তারা শূন্য আছে, শূন্যই থাকবে। সেই সঙ্গে ছ’টি আসনের মধ্যে বিজেপির হাতে থাকা একমাত্র মাদারিহাট তাদের হাতছাড়া হবে। এক ধাপ এগিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণীও করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একুশ সালের থেকেও ছাব্বিশে ভোট কমবে সিপিএম, বিজেপির। 
শুক্রবার নৈহাটিতে প্রচারে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বলেছেন, ‘২০২৬ সালের দ্বিবাস্বপ্ন দেখছেন অমিত শাহ। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। তাই বিজেপিরও কোনও সম্ভাবনা নেই। ২১ সালে ২০০ আসনের কথা বলে পগারপার  হয়েছে বিজেপি। চব্বিশ সালের লোকসভায় ৩৫ বলেছিল। তাও হয়নি। এবার উপ নির্বাচনে ৬টিতেই জিতবে তৃণমূল।’ তাঁর আরও সংযোজন, ‘সন্দেশখালি নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। আর আর জি কর নিয়ে সিবিআই নতুন করে কিছু বের করতে পরেনি। এই সূত্রে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, ‘কুৎসা, অপপ্রচার, বদনামের জবাব ভোটের বাক্সে বিজেপি আর সিপিএম আগেও পেয়েছে। আবারও পাবে।’ 
24d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা