রাজ্য

নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা নেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি আছে, সেটিও খুব বেশি শক্তিশালী হবে না। এই নিম্নচাপের প্রভাব পড়বে তামিলনাড়ুতে। তাই নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি ও দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাসও। চাষবাসের পক্ষে এই পরিস্থিতি ইতিবাচক বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। এখন রাজ্যজুড়ে শীতের বিভিন্ন সব্জির চাষ হচ্ছে। মাঠে পাকা ধানও রয়েছে। বেশি বৃষ্টি হলে সব্জি ও ধানের ক্ষতির আশঙ্কা থাকে। 
ঘূর্ণিঝড় ‘ডানা’ এবং তার প্রভাবে অতি বৃষ্টির কারণে রাজ্যের বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নভেম্বরে ফের ভারী বৃষ্টি হলে ক্ষতির মাত্রা আরও বাড়ত। সেই আশঙ্কা আপাতত নেই। পুবালি বাতাসের প্রভাবে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢোকার কারণে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। কৃষি বিশেষজ্ঞদের মতে, সামান্য বৃষ্টিতে চাষবাসে কোনও সমস্যা হবে না। সব্জি চাষের ক্ষেত্রে বরং সামান্য বৃষ্টি হলে সুবিধাই হবে।  কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী  ২১ নভেম্বর পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, এই সময়ের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে নতুন করে কোনও নিম্নচাপ ‘সিস্টেম’ তৈরি হবে না। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে, গুজরাতের উপরে থাকা একটি বিপরীত ঘূর্ণাবর্ত সেটির শক্তি বৃদ্ধি আটকে দেবে। এই নিম্নচাপের প্রভাবে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। অক্টোবর-নভেম্বর বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। এই সময় সমুদ্রে কোনও নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। নভেম্বরের শেষ লগ্নে বা ডিসেম্বরের শুরুতে কোনও নিম্নচাপ তৈরি হলে তার তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার প্রবণতা বেশি থাকে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
24d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা