রাজ্য

উৎসব মরশুমে আজ থেকে গুচ্ছ স্পেশাল ট্রেন রেলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে কলকাতা থেকে পূর্ব ও উত্তর ভারতমুখী চারটি স্পেশাল ট্রেন চালাবে রেল। দক্ষিণ-পূর্ব রেলও চলতি উৎসব মরশুমে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 
কলকাতা স্টেশন থেকে গোরক্ষপুর, মউ, লুধিয়ানা ও সাহারসা পর্যন্ত বিশেষ ট্রেনগুলি চলবে। গোরক্ষপুর-কলকাতা স্টেশন স্পেশাল ট্রেনটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা করবে আগামী ২, ৯ ও ১৬ নভেম্বর। পরপর তিনটি শনিবার বেলা ১২টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে। পরদিন রবিবার বেলা ১১টা ২০ মিনিটে কলকাতা স্টেশনে ঢুকবে। ফিরতি পথে যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যাবে ৩, ১০ ও ১৭ নভেম্বর। পরদিন সকাল সাড়ে ৮টায় গোরক্ষপুর স্টেশনে ঢুকবে ট্রেনটি। এই স্পেশাল ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচ রয়েছে। আগামী ৬ এবং ১৩ নভেম্বর মউ জংশন থেকে দুপুর ১.৩০টায় একটি স্পেশাল ট্রেন যাত্রা শুরু করে পরদিন বেলা ১১টা ২০ মিনিটে কলকাতা ঢুকবে। ৭ ও ১৪ নভেম্বর কলকাতা স্টেশন থেকে দুপুর ১টা ২০ মিনিটে ফিরতি রুটে যাবে সেটি। আজ, শনিবার কলকাতা স্টেশন থেকে সকাল ৮টা ৫০ মিনিটে সাহারসার উদ্দেশে রওনা হবে একটি স্পেশাল ট্রেন। ফিরতি রুটে সেটি রবিবার রাত ১টায় রওনা দেবে। রবিবার সকাল সাড়ে ৬টায় লুধিয়ানা থেকে বিশেষ একটি ট্রেন যাত্রা শুরু করে সোমবার বিকেল ৪টের সময় কলকাতা স্টেশনে ঢুকবে। ফিরতি পথে ট্রেনটি কলকাতা থেকে রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রা করবে। 
এই সময় একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেন আজ, শনিবার সকাল ৯টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে। ফিরতি রুটে আজ দুপুর ১টা ১০ মিনিটে দীঘা থেকে রওনা হবে ট্রেনটি। এদিনই বিকেল ৫টা ১০ মিনিটে শালিমার থেকে একটি স্পেশাল ট্রেন তিরুনেলবেলির উদ্দেশে যাত্রা করবে। আজ বেলা ১২টা ৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রী নিয়ে সেকেন্দ্রাবাদ ছুটে যাবে আরও একটি স্পেশাল ট্রেন। শালিমার-ভোঞ্জপুরের মধ্যে আজ একটি স্পেশাল ট্রেন চলবে। ট্রেনটি শনিবার শালিমার স্টেশন থেকে বিকেল ৪টে ২৫ মিনিটে ছাড়বে। শালিমার-এসএমভিটি বেঙ্গালুরু স্পেশাল ট্রেন আজ বিকেল সওয়া ৫টায় শালিমার স্টেশন থেকে ছাড়বে।  এদিকে, স্পেশাল ট্রেন চালিয়ে যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দিলেও চলতি উৎসবের মরশুমে দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিলও করছে। সংশ্লিষ্ট জোনের তরফে ট্রেন বাতিলের দিনগুলিতে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা রাখার পরামর্শও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আদ্রা ডিভিশনে প্রয়োজনীয় সংস্কারের জন্য ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। আগামী ৮ ও ১০ নভেম্বর আদ্রা-মেদিনীপুর মেমু আপ-ডাউনে বাতিল থাকবে। আগামী ১০ নভেম্বর আপ-ডাউন আদ্রা-ভাগা মেমু চলবে না।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা