রাজ্য

‘কিছু জানা নেই, কিছুই করিনি’, শিয়ালদহ আদালতে দাবি সঞ্জয়ের
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিসের কাছে অপরাধ কবুল করেছিল। এমনটাই জানিয়েছিল লালবাজার। কিন্তু তার সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে মঙ্গলবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের (১) এজলাসে দাঁড়িয়ে সঞ্জয় দাবি করে, ওই ঘটনার বিষয়ে তার কিছই জানা নেই। 
এই খুন ও ধর্ষণ কাণ্ডে সোমবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। আদালতের নির্দেশমতো মঙ্গলবার তাকে হাজির করানো হয় এসিজেএম আদালতে। চার্জশিটের কপি তুলে দেওয়া হয় আদালতের তরফে। সেশন কোর্টে বিচার প্রক্রিয়া শুরুর জন্য মামলা পাঠানো হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এদিন প্রথমে অভিযুক্তের নাম জানতে চান তার কাছে। সঞ্জয় বলে, ‘স্যর, আমার কিছু বলার আছে।’ বিচারক জানান, সে নিশ্চিয়ই বক্তব্য রাখার সুযোগ পাবে। কিন্তু এই মুহূর্তে এভাবে বলা যায় না। নির্দিষ্ট সময়ে বলার সুযোগ আসবে। তারপর আদালত পরামর্শ দেয়, সমস্ত ঘটনা তার আইনজীবীকে বিস্তারিত জানাতে। আইনজীবী জেলে গিয়ে এনিয়ে কথা বলবেন তার সঙ্গে।  তখন সঞ্জয় আবার দাবি করে, ওই ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই। সে কিছুই করেনি। আগামী ৪ নভেম্বর চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত। ওই দিন ফের সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হবে। গোটা বিচারপর্ব ক্যামেরায় ধরা থাকবে।   
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা