রাজ্য

রাজ্যে চা বাগানে ১৬ শতাংশ বোনাস দিতে নির্দেশিকা জারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকার চা বাগানের শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দিতে নির্দেশিকা জারি করল রাজ্য শ্রমদপ্তর। ৪ অক্টোবরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে যেসব চা বাগান আর্থিক সঙ্কটের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বোনাস সংক্রান্ত কিছু ছাড়ও দেওয়া হয়েছে। বোনসের হার এবং কবে তা দেওয়া হবে তা সংশ্লিষ্ট বাগানের শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে ঠিক করা যাবে। চা বাগানগুলিতে শান্তিশৃঙ্খলা বজার রাখার জন্য দু’পক্ষকেই সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও বিষয়ে বিরোধ থাকলে তা উৎসবের পর আলোচনার মাধ্যমে মেটাতে হবে। 
পাহাড়ের চা বাগানগুলিতে শ্রমিকদের বোনাস নিয়ে ইতিমধ্যেই বিরোধ তৈরি হয়েছে। এই ইস্যুতে বিভিন্ন শ্রমিক সংগঠন একদিনের ধর্মঘটও ডাকে। এর ফলে স্থানীয় মানুষ, পর্যটক সকলেই দুর্ভোগে পড়ে। এই প্রেক্ষিতে রাজ্য শ্রমদপ্তরের উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত শ্রম কমিশনারের জারি করা এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ। গতবছরও পাহাড়ের চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে টানাপোড়েন চলে। শ্রমদপ্তর তখনও এমন নির্দেশিকা জারি করেছিল। তারপরও কিছু বাগান কর্তৃপক্ষ সরকার নির্ধারিত হারে বোনাস দেয়নি বলে অভিযোগ। তরা‌ই ও ডুয়ার্সের বাগানগুলি নিয়ে অবশ্য এরকম কোনও সমস্যা নেই। সেখানকার মালিকরা ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ১৬ শতাংশ হারে বোনাস দিতে আগেই রাজি হয়েছেন। সেখানে এই সংক্রান্ত  দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার পর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে শ্রমদপ্তর।
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা