রাজ্য

এবার পুজোয় ভিনরাজ্য ও বিদেশে পাড়ি দিচ্ছে কাটোয়ার টিনের ঢাক

সংবাদদাতা, কাটোয়া: ঢাকের বোল শুনেই বোঝা যায় পুজো আসছে। তাই কাটোয়ায় টিনের ঢাক এখন দেদার বিক্রি হচ্ছে। রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি ওড়িশা, বাংলাদেশ, ঝাড়খণ্ডেও এখানকার টিনের ঢাক যাচ্ছে। প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে লরিতে টিনের তৈরি ঢাক নিয়ে যাওয়া হচ্ছে। ফলে কাটোয়ার বিভিন্ন ঢাকের কারখানার কর্মীদের মধ্যে খুশির জোয়ার এসেছে।
কাটোয়ার টিনের ঢাক রাজ্যে বিখ্যাত। শহরের মাধবীতলা থেকেই টিনের ঢাক বিক্রি হয়। এখানকার তৈরি টিনের ঢাক আমেরিকাতেও পাড়ি দিয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা প্রতি বছর পুজোর সময় কাটোয়া শহরে আসেন। এখান থেকে গাড়ি বোঝাই করে টিনের ঢাক রাজ্যের বিভিন্ন জেলায় পাড়ি দিচ্ছে। দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি জেলাতেও টিনের তৈরি ঢাক নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঢাক প্রস্তুতকারীদের অনেকে জানালেন, এবারও টিনের ঢাকের চাহিদা বাড়ছে। তার অন্যতম কারণ, কাঠের ঢাকের চেয়ে এগুলি অনেকটাই হালকা। দামও কম। কাঠের ঢাকের দাম ১৪হাজার টাকা হলে টিনের ঢাক মাত্র ১৪০০ টাকাতেই মেলে। মাধবীতলায় উত্তম দাসের ঢাক কারখানা আছে। তাঁর দাবি, প্রায় ২০-২২ বছর আগে তিনি প্রথম এরাজ্যে টিনের ঢাক আবিষ্কার করেছিলেন। এরাজ্যে প্রথমে মাটির ও পরে কাঠের ঢাকের কদর ছিল। কাঠের ঢাকের বোল আনন্দদায়ক হলেও ওই ভারী ঢাক বয়ে বেড়ানো ঢাকিদের পক্ষে কষ্টকর। তাই এখন টিনের ঢাকের চাহিদা বাড়ছে। তবে কাঠের ঢাকের মতো ভালো আওয়াজ টিনের ঢাকে হয় না। উত্তমবাবু বলেন, একবার বাড়িতে পুজোয় ঢাকির কাঠের ঢাক বাজাতে কষ্ট হচ্ছে দেখে খারাপ লেগেছিল। তারপর ওই ঢাকির অনুরোধে টিন কেটে ঢাক তৈরি করি। তারপর থেকেই রাজ্যজুড়ে টিনের ঢাকের চাহিদা বেড়ে গেল।  
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা