রাজ্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাধারণ ফ্ল্যাট দেখতে পাম অ্যাভিনিউতে ভিড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’কামরার সাধারণ ফ্ল্যাট। সাধারণ জীবন যাপন। বারবার এগুলি উঠে এসেছে মানুষের চর্চায়। ফলে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর, ‘৫৯ পাম অ্যাভিনিউ’র সাধারণ ফ্ল্যাটটা হয়ে উঠেছে সাধারণের কাছে দ্রষ্টব্য। বুদ্ধদেববাবুর নিথর দেহ যখন জনসমুদ্রে ভেসে শহরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছে এনআরএস হাসপাতালের দিকে, তখন কয়েকজন ভিড় করে গিয়েছেন পাম অ্যাভিনিউ। ‘ওঁর বাড়িটা একটু দেখব। কেমন বাড়িতে থাকতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী’-বক্তব্য তাঁদের।
অফিস ছুটি হয়ে যাওয়ার পর টালিগঞ্জের অর্ক ভট্টাচার্য এসেছিলেন বুদ্ধদেববাবুর বাড়ি দেখতে। বললেন, ‘অনেক শুনেছি ওঁর বাড়িটার সম্পর্কে। রাজ্যের মুখ্যমন্ত্রীর জীবন-যাপন কেমন ছিল, তা দেখতে এসেছি। কিন্তু বাড়ি তো তালা দেওয়া।’ এসেছিলেন ইয়াসিন আহমেদ নামে অন্য এক আগ্রহী সহ আরও অনেকে। শুক্রবার সন্ধ্যায় পাম অ্যাভিনিউতে গিয়ে দেখা গিয়েছে, পুলিসের গার্ডরেল রাস্তায়। কয়েকজন পুলিসকর্মী কর্তব্যরত। বৃহস্পতিবার ফুটপাতে বুদ্ধদেববাবুর একটি ছবি রাখা হয়েছিল। সেখানে সবাই ফুল দিয়েছিলেন। শুক্রবারও ছবিটি একইভাবে রাখা। বুদ্ধবাবুর গুণমুগ্ধরা এদিনও ফুল-মালা রেখে শ্রদ্ধা জানিয়েছেন। অর্ক-ইয়াসিনদের মতো খবর পেয়ে এসেছিলেন বিম্বধর শ্যামল। তিনি বললেন, ‘বুদ্ধদেববাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ আছে। বৃহস্পতিবার আসতে পারিনি। তাই মীরা ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে এসেছি।’ 
বুদ্ধদেব ভট্টাচার্যর রেখে যাওয়া টুকরো স্মৃতি নিয়ে রোমন্থন করতে চাইছে পাম অ্যভিনিউ। চাইছে শহরের অন্যান্য প্রান্তের মানুষও। এদিনের শোকযাত্রায় দেখা গিয়েছে, প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের পোস্টার। বুদ্ধদেববাবুর স্কুল শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনের পোস্টারও। সবমিলিয়ে যে যেমনভাবে পেরেছেন শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা