রাজ্য

গাড়ি চেপে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বাঙালি দম্পতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেই ১৯৫৭ সালে প্রথম লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল একটি আস্ত বাস। দিনটা ছিল ১৫ এপ্রিল। বাস যাত্রীদের নিয়ে কলকাতায় এসেছিল ৫০ দিন বাদে, এমনটাই শোনা যায়। ১৯৭৬ সালে সেই বাসযাত্রা বন্ধ হয়ে যায়। এবার চলতি মাসের ২৪ তারিখ ১০ জন রওনা দিচ্ছেন লন্ডনের উদ্দেশে। বাসে নয়, মোট চারটি গাড়িতে চেপে। কৌশিক রায় ও দেবাঞ্জলী রায়, এই দম্পতির জীবনে অ্যাডভেঞ্চারের শেষ নেই। এর আগেও তাঁরা গাড়িতে চেপেই ৫০ এর বেশি দেশ ঘুরেছেন। এইবার তাঁদের গন্তব্য লন্ডন।
কৌশিক-দেবাঞ্জলীর সঙ্গে দু’জন ষাটোর্ধ্ব ব্যক্তিও রয়েছেন। দেবাঞ্জলী বলছিলেন, ‘আসলে আমরা তো অনেক জায়গায় যাই। সেই খবর সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর অনেকে যোগাযোগ করেছেন, তাঁরাও যাচ্ছেন।’ কৌশিকের বাড়ি চন্দননগর। তিনি পেশায় ব্যবসায়ী আর দেবাঞ্জলী চিকিত্সক। যাত্রাপথে শুধু ইংলিশ চ্যানেলে চারটি গাড়ি জাহাজে তুলতে হবে। বাকি পথ ড্রাইভ করেই যাবেন ওঁরা। মাঝখানে পড়বে নেপাল, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আরমেনিয়া, জর্জিয়ার মতো ২৩টি দেশ। কৌশিক বলছিলেন, ‘আমরা এভারেস্ট বেস ক্যাম্প, তুর্কমেনিস্তানের মতো দেশে যাব। তুর্কমেনিস্তানে খুব একটা লোকজন যায় না।’ শনিবার কৌশি-দেবাঞ্জলী একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই যাত্রার কথা ঘোষণা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র। 
কৌশিক বলছিলেন, ‘আমাদের যাত্রাপথে যে নদীগুলো আসবে, সেই নদীর জল আমরা সংগ্রহ করে নিয়ে যাব। যা দুর্গাপুজোর সময় টেমস প্যারেডে ব্যবহার করা হবে।’ ওঁরা লন্ডনে গিয়ে পৌঁছবেন ২৫ অক্টোবর, এমনটাই কথা রয়েছে। এর আগেও বহু দেশে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে এই দম্পতির। কৌশিক বলছিলেন, ‘একবার তেহরানে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তি আমাদের হোটেল থেকে নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে গিয়ে রাখলেন। আমরা প্রায় এক সপ্তাহ সেখানে ছিলাম।’ 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা