রাজ্য

দু’বছর ধরে বন্ধ ‘স্যাট’, ঝুলে রয়েছে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় দু’বছর ধরে বন্ধ রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট। ফলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া স্যাটে হয়। সেগুলিও থমকে রয়েছে। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন মামলাকারীরা। এমনিতেই হাইকোর্টে মামলার পাহাড় জমে রয়েছে। পর্যাপ্ত সংখ্যক বিচারপতিও নেই। তার উপর প্রতিদিন স্যাটের মামলা দায়ের হচ্ছে। ফলে মামলার চাপ আরও বেড়ে যাচ্ছে।  
আদালত সূত্রে খবর, চেয়ারম্যান নিয়োগ না হওয়ার কারণে ২০২২ সালের আগস্ট মাস থেকে স্তব্ধ হয়ে রয়েছে স্যাট। ২০২৩ সালের মার্চ মাসে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন স্যাটে দ্রুত চেয়ারম্যান নিয়োগ করে জমে থাকা মামলাগুলির শুনানি চালুর নির্দেশ দিয়েছিলেন। তারপর এক বছর কেটে গেলেও স্যাটের দরজা খোলেনি। ফলে থমকে রয়েছে নিয়োগ সংক্রান্ত বহু মামলা। আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, ‘২০১৯ সালে ২৯৫৪টি শূন্যপদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ২ লক্ষ ৮৮ হাজার ৮৮০ জন এই পদের জন্য পরীক্ষায় বসেছিলেন। এখনও পর্যন্ত ১৬২৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাদবাকি শূন্যপদে আজও নিয়োগ করা হয়নি। এনিয়ে স্যাটেই মামলা হওয়ার কথা। স্যাট বন্ধ থাকায় মামলাকারীরা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মামলা তারা শুনতে পারবে না। স্যাট-কেই মামলা শুনতে হবে। স্যাট বন্ধ থাকায় আদালতের সেই নির্দেশ কার্যকর করা যায়নি। 
শুধু এই নিয়োগ প্রক্রিয়াই নয়, স্যাট বন্ধ থাকায় পুলিস, দমকল ও একাধিক সরকারি বিভাগের নিয়োগ সংক্রান্ত একগুচ্ছ মামলার ভবিষ্যৎ থমকে রয়েছে বলে খবর।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা