রাজ্য

বিডিওকে ‘হেনস্তা’, কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টেন্ডার নিয়ে কথা কাটাকাটি। আর সে ঘটনা ঘিরে কার্যত তুলকালাম বিডিও অফিসে। এই ঘটনায়  সরকারি দপ্তরের ভিতরেই ‘আক্রান্ত’ এক প্রশাসনিক আধিকারিক। তিনি কোনও হেঁজিপেঁজি অফিসার নন। একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) পদমর্যাদার আধিকারিক তিনি। তাঁকে চূড়ান্ত হেনস্তা করার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরুদ্ধে। দূর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হাবড়া দু’নম্বর বিডিও অফিসের ভিতরেই। বিডিওকে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছে। সভাপতিও পাল্টা কাজে গাফিলতি নিয়ে ওই বিডিওর বিরুদ্ধে জেলাশাসককে অভিযোগ জানিয়েছেন। রাজ্যের কারামন্ত্রী এক মহিলা রেঞ্জ অফিসারকে মারধরের হুমকি দিয়েছেন বলে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তারমধ্যেই হাবড়ায় বিডিও নিগ্রহের ঘটনা সামনে এসেছে। এবং নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। প্রসঙ্গত কয়েকবছর আগে ভাঙড়ের তৎকালীন তৃণমূল নেতা আরাবুল ইসলাম এক শিক্ষিকাকে জলের জগ ছুড়ে মেরেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। এবার সামনে এল হাবড়ার ঘটনা।
জানা গিয়েছে, হাবড়া দু’নম্বরের বিডিও সীতাংশুশেখর শিটের সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যদের বেশ কিছুদিন ধরে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। জেলাশাসকের কাছে এ সংক্রান্ত অভিযোগও জমা পড়েছে। দিনকয়েক আগে ব্লকের একটি কাজের জন্য টেন্ডার সংক্রান্ত বৈঠক হয়। সেখানেই ঘটে তুলকালাম কাণ্ড। প্রথমে বিডিওর সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের কথা কাটাকাটি হয়। তারপরই টেন্ডার কক্ষেই বিডিওকে বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। সরাসরি হেনস্থার অভিযোগ উঠেছে সভাপতি রতন দাসের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। রতনবাবুর যদিও সাফাই, ‘বোতল ছোড়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিডিও উন্নয়নের কোনও কাজই করেন না। ফলে আমাদের ব্লক পিছিয়ে পড়েছে। টেন্ডারের বৈঠক চলাকালীন রাগের মাঝে বোতলটি সরিয়ে রাখতে গিয়ে পড়ে যায়।’ প্রতিক্রিয়া জানতে বিডিওকে একাধিকবার ফোন করা হয়। তবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন, ‘বিষয়টি নিয়ে দপ্তরে অভিযোগ এসেছে। কী কারণে সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে।’ বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘নিজেদের মধ্যে কোনও একটা সমস্যা হয়েছে। জেলাশাসক বিষয়টি দেখছেন। তবে জেলাশাসক আমায় বলেছেন, বিডিওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাঁর কাছে।’ রাজ্য বিজেপির সদস্য তাপস মিত্র বলেন, ‘এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। প্রশাসনের যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দেখাক।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা