রাজ্য

১৫ দিন অতিক্রান্ত হলেও মন্ত্রিসভার রদবদলের ফাইল আটকে রাজভবনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ দিন কেটে গেলেও মন্ত্রিসভার রদবদলের ফাইল আটকে রয়েছে রাজভবনে। এখনও তাতে সই করেননি রাজ্যপাল। কেন করেননি, তার কোনও ব্যাখ্যাও রাজভবনের তরফে নবান্নকে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই রাজ্যপালদের সঙ্গে রাজ্য সরকারগুলির সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেভাবে মন্ত্রিসভায় রদবদলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ফাইল আটকে রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর বক্তব্য কি তাহলে শুধু কথার কথা, প্রশ্ন তুলছেন তারা। 
সূত্রের খবর, মন্ত্রিসভায় সামান্য রদবদলের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে গত ১৮ জুলাই রাজভবনে চিঠি পাঠিয়েছে নবান্ন। কিন্তু এখনও রাজভবন থেকে রাজ্যপালের স্বাক্ষরিত ফাইল ফেরত আসেনি। কবে পাওয়া যাবে, সে বিষয়েও কিছুই জানানো হয়নি রাজ্যকে। তাই প্রধানমন্ত্রীর বার্তাকে হাতিয়ার করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের কাজকর্ম স্বাভাবিক রাখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু, এখানে রাজ্যপালের ভূমিকায় কীভাবে কাজ ব্যাহত হয়, তা সবাই বুঝতে পারছেন। আখেরে তিনি রাজ্যের ক্ষতি করছেন বলেই দাবি করেন এই বর্ষীয়ান মন্ত্রী। 
মোদি-জমানায় বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। এই আবহে দিল্লিতে দু’দিনের রাজ্যপাল সম্মেলনে মোদি বলেন, ‘রাজ্যপালদের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতুর ভূমিকা পালন করা উচিত। প্রান্তিক মানুষকে সহযোগিতার লক্ষ্যে সামাজিক সংগঠনগুলির সঙ্গে আলাপচারিতায় অংশ নেওয়াও উচিত তাঁদের।’ প্রসঙ্গত, বিল আটকে রাখা সংক্রান্ত বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে মন্ত্রিসভার রদবদলের 
ফাইল আটকে রাখা নিয়ে নয়া বিতর্ক তৈরি হল। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা