রাজ্য

বেশ কিছু বুথে বারবার পরাজয় কেন, কারণ খুঁজতে নামল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমস্ত বুথের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার কাজ শুরু করেছে তৃণমূল। প্রত্যেকটি বুথ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হচ্ছে। কোন কোন বুথে বারবার ভোটে পরাজয় হয়েছে, সেগুলি চিহ্নিত করে কারণ অনুসন্ধান করা হচ্ছে। ওই রিপোর্ট দেখে সংশ্লিষ্ট বুথের সংগঠন নতুন করে সাজানো হবে বলে তৃণমূল সূত্রে খবর।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনিক ফাঁকফোঁকর মেরামত করার কাজে নেমে পড়েছে তৃণমূল। ২১ জুলাই দলের শহিদ দিবসের কর্মসূচি থেকেই তৃণমূল স্পষ্ট করে দিয়েছিল, সাংগঠনিক ক্ষেত্রে আগামী দিনে বড়সড় পদক্ষেপ হতে চলেছে। সাংগঠনিক বিভিন্ন পদে রদবদল হবে বলে ইঙ্গিত পাওয়া যায় নেতৃত্বের বক্তব্যে। সেই সূত্রেই তৃণমূল নেতৃত্ব এখন বুথভিত্তিক রিপোর্টে নজর দিচ্ছেন। কোনও বুথ দীর্ঘদিন ধরে তৃণমূলের হাতের বাইরে কেন, তার কারণ খোঁজা হচ্ছে। সেই বুথের সংগঠনের গাফিলতি, ভৌগোলিক অবস্থা, নেতৃত্বের ভূমিকা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে খবর। তৃণমূলের শীর্ষনেতারা মনে করছেন, বুথ যত শক্তিশালী হবে, দলের জয়ের রাস্তা তত মসৃণ হবে। ইতিমধ্যে সাংসদ, বিধায়ক ও লোকসভা ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থী, ভোটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পদাধিকারীরা রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে সাংগঠনিক বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তাতে বুথের অবস্থার কথাও জানিয়েছেন নেতারা। সেই রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 
এদিকে, আগামী দিনে কোন কোন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে দল, তা নিয়ে তৃণমূলের অন্দরে বিস্তর গুঞ্জন চলছে। কারা বাদ পড়তে চলেছেন এবং বিভিন্ন পদে নতুন কারা দায়িত্ব পেতে চলেছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। 
তৃণমূলের আগামী বড় কর্মসূচি ২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন। সেই কর্মসূচি নিয়ে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন ব্যস্ত। শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘আগামী তিন মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন।’ ফলে পুজোর আগেই সংগঠনে কোনও রদবদল হবে কি না, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের মধ্যে কার কার ঘাড়ে দলের কোপ নেমে আসে, সেটাই এখন দেখার। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা