রাজ্য

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই জল ছাড়ছে ডিভিসি, উদ্বেগ নবান্নে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা ভারী বর্ষণের জেরে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই পরিস্থিতিতে ডিভিসি জল ছাড়া হলে তা বিপজ্জনক বলেই মনে করছে রাজ্য সরকার।  আজ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও দাবি করেছেন, রাজ্য সরকারের সঙ্গে এই জল ছাড়ার বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। আলাপন জানিয়েছেন, রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান সহ বেশ কিছু  জেলায় গত দু’দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সর্বত্রই জলমগ্ন।  এরই মাঝে রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত ৪৮ ঘণ্টা ধরে প্রচুর জল ছাড়ছে ডিভিসি।  যার জেরে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় জল জমা এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী ৫ ও ৬ তারিখে ভীষণ গুরুত্বপূর্ন বা ভয়ের সময়। কারণ, ভরা কোটাল। তার সঙ্গে ডিভিসি জল ছাড়ার কারণে হুগলি, হাওড়া, গোঘাট, খনকুল, উদনারায়নপুর, আমতা প্রভৃতি অঞ্চল  প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলত রাজ্য সরকার সকলকে বিশেষ ভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার কোচবিহারে জলস্পিতি হরপা বানের আশঙ্কা রয়েছে।
তিনি এও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।  পরিস্থিতি পর্যালোচনাও করেছেন।  ক্রমাগত যোগাযোগ রাখছেন ডিএম এসপিদের সঙ্গেও।  প্রয়োজনে তাঁদের নির্দেশ দিয়ে চলেছেন।
এই সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যসচিব।  তিনি বৈঠক করেছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, সেচের প্রধান সচিবের সঙ্গে। জেলা প্রশাসনকেও পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন, ডিভিসি আরও এক লক্ষ কিউসেক জল ছাড়বে।  যার জেরে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিতরণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হচ্ছে।  যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ঘোর বিপদের আশঙ্কা। এই জল ছাড়ার বিষয়ে ডিভিসি রাজ্যের সঙ্গে কোনরূপ আলোচনা করেনি। এ বিষয়ে রাজ্য সরকার ডিভিসিকে জানিয়ে দিয়েছে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা না করে জল ছাড়া যাবে না। অনুরোধ করা হয়েছে, এই বিপুল পরিমাণ জল রাজ্য সরকারকে না জানিয়ে যেন ছাড়া না হয়। কিস্তিতে জল ছাড়ার অনুরোধও জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা আতঙ্কিত না হন। তবে সকলে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।  বিশেষত ৫ ও ৬ তারিখে প্রশাসন অনুরোধ করলে নদী পার বা ভালনারেবল এলাকা থেকে সরে আসারও অনুরোধ করা হয়েছে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা