রাজ্য

বিভাজনের রাজনীতি করছে বিজেপি বাংলা ভাগের প্রসঙ্গ তুলে তোপ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলা ভাগ প্রসঙ্গে এবার সংসদে সরব হল তৃণমূল। শুক্রবার রাজ্যসভার জিরো আওয়ারে দলের এমপি শামিরুল ইসলাম অভিযোগ করলেন, আদতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার উন্নয়ন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। সর্বশক্তি দিয়ে এই বিভাজনের রাজনীতি রুখে দেওয়া হবে। উত্তরবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজেরও দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এদিন বিজেপির সঙ্গে তুমুল বিতণ্ডাতেও জড়ান রাজ্যের শাসক দলের সাংসদরা। শামিরুল বলেন, বিজেপির নেতা-মন্ত্রীরা বাংলা ভাগ নিয়ে সরব হচ্ছেন। উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। আর এরা বিভাজনের রাজনীতি করছে। তৃণমূল সাংসদের অভিযোগ, আসলে গোড়ায় গলদ রয়েছে। এদের কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা কোনও ইস্যুই নয়। বাংলায় হেরে গিয়ে বিজেপি প্রতিশোধ নিতে চাইছে। 
রাজ্যসভায় তৃণমূলের আর এক এমপি মমতাবালা ঠাকুর এদিন জিরো আওয়ারে নাগরিকত্ব প্রসঙ্গে বিজেপি বিরোধিতায় সরব হন। বলেন, স্বাভাবিক নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। নাগরিকত্ব প্রদানের নামে একের পর এক কাগজ দেখাতে বলা রীতিমতো অসম্মানজনক। এদের সচিত্র পরিচয়পত্র রয়েছে। এরা ভোট দেন। তা সত্ত্বেও এভাবে শর্ত দেওয়া হচ্ছে কেন?
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা