রাজ্য

আনিসুর ও আলিফের বিরুদ্ধে ব্যবস্থা? পর্যালোচনা তৃণমূলের
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাকিবুরের ভাগ্নে আনিসুর রহমান ও আলিফ নুরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না, পর্যালোচনা করছে তৃণমূল। রেশন দুর্নীতিতে বৃহস্পতিবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন আনিসুর রহমান। এলাকায় তিনি পরিচিত বিদেশ নামে। দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি পদে রয়েছেন তিনি। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও তিনিই। গ্রেপ্তার হওয়ার পর পঞ্চায়েত ও দলের পদে থাকা বিদেশকে নিয়ে তৃণমূলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। বিদেশের ভাই আলিফ নুর ওরফে মুকুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তবে তৃণমূলের কোনও পদে ছিলেন না তিনি। এই অবস্থায় বিদেশের ক্ষেত্রে তৃণমূল কোনও কড়া পদক্ষেপ নেয় কি না সেটই দেখার। বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি কাকলি ঘোষদস্তিদার বলেন, এবিষয়ে এখনই কিছু বলতে পারছি না। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল বলেন, যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। প্রসঙ্গত, এর আগে দেখা গিয়েছে দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল তৃণমূল। দু’জনকে মন্ত্রিত্ব ও দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা