রাজ্য

নতুন করে বিএড পরীক্ষা নিতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজের গাফিলতিতে বিএড পরীক্ষায় বসতে পারেননি বহু পরীক্ষার্থী। এবার তাদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজনের নির্দেশ দিল হাইকোর্ট।বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা হয় ২৩ থেকে ২৭ জুলাই। ওই পরীক্ষার আগে কলেজের গাফিলতিতে পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না-হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। বাবাসাহেব আম্বেদকর বিশ্ব বিদ্যালয়ের যুক্তি ছিল, ওই পড়ুয়ারা নিয়মমতো ১০০ দিন ক্লাস না করায় তাঁদের রেজিস্ট্রেশন দেওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা হয়, ওই পরীক্ষার্থীরা ৭৭ দিন উপস্থিত ছিলেন। পড়ুয়াদের তরফে পাল্টা দাবি করা হয়, এক্ষেত্রে তাঁদের কোনও গাফিলতি ছিল না। এরপরই কলেজ কর্তৃপক্ষের জবাব তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানিয়ে দেন, কলেজের জন্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হলে কেন কলেজগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি ওই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। সেইমতো শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, ওই পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এরপরই বিচারপতি তাঁর নির্দেশে জানিয়ে দেন, যত তাড়াতাড়ি সম্ভব ওই পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা