বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

অট্টহাস সতীপীঠ ঢেলে সাজার দাবি তৃণমূলের শাহনওয়াজের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পর্যটন শিল্পের অগ্রগতি সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেন শাসক-বিরোধী দু’পক্ষের একাধিক বিধায়ক। কেতুগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক সেখ শাহনওয়াজ তাঁর কেন্দ্রে থাকা অট্টহাস সতীপীঠে পর্যটকদের পরিষেবা বৃদ্ধির দাবি জানান। এর পাশাপাশি খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক হিজলি শরিফে পর্যটকদের পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের কোনও পরিকল্পনা আছে কি না তা নিয়ে প্রশ্ন করেন। রাজ্যকে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। প্রশ্নের উত্তরে রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন দু’টি বিষয়ই খতিয়ে দেখার আশ্বাস দেন। একইসঙ্গে তাঁর সংযোজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য সমস্ত রকম পদক্ষেপ নিয়ে থাকেন। বাংলার সেই ঐতিহ্য বিধানসভাতেও নজির হিসেবে উঠে এল।
এদিন আরও একটি প্রশ্নের উত্তরে, চুরুলিয়ায় নজরুল ইসলামের জন্মভিটের সংস্কার নিয়েও রাজ্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে পর্যটনমন্ত্রী জানিয়েছেন। ২০২৫ সালের মার্চের মধ্যে এই কাজ শেষ করে জনগণের জন্য খুলে দেওয়া হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী রাজ্যে হোম স্টে পলিসি চালু হয়েছে। যার জেরে হোম স্টের সংখ্যা ২০০ থেকে বেড়ে ২৬০০ হয়েছে। রাজ্য সরকার পর্যটন ক্ষেত্রকে শিল্পের তকমা দিয়েছে। এর নজির হিসেবে এদিন উত্তরবঙ্গের ভোরের আলো প্রকল্পকে তুলে ধরেন মন্ত্রী। কারণ এই প্রকল্প ঘিরে গজলডোবা এলাকায় ব্যাম্বু পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, হেলথ সেন্টার সহ নানা ধরনের প্রকল্প গড়ে উঠেছে। যার জেরে এলাকার সামগ্রিক উন্নয়ন হয়েছে। এছাড়াও পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সাতটি মৌ স্বাক্ষরও হয়েছে। ভোরের আলো নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী ওই জায়গা ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন।
6Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা