বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

‘লাইনে চলুন, বেলাইনে যাবেন না’ রাজ্যপালকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তাঁর ‘এক্তিয়ারের পরিধি’ স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি শপথ গ্রহণ কেন্দ্রিক থাকলেও, রাজ্যপালের কার্যক্রম নিয়ে সরাসরি প্রশ্ন তুলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দিয়ে দিলেন রাজভবনকে।  ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছেন, ঠিক তার দু’মিনিট আগেই রাজ্যপালের নির্দেশের অপেক্ষা না করেই, বিধানসভা তার নির্দিষ্ট নিয়ম-রীতি অনুযায়ী চার বিধায়কের শপথ গ্রহণ করিয়ে দিয়েছে।
উপ নির্বাচনে জয়ী হওয়া সুপ্তি পান্ডে, মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর শপথ গ্রহণ হয় মঙ্গলবার রাজ্য বিধানসভায়। সাধারণত রাজ্যপাল ঠিক করেন বিধায়কদের শপথ গ্রহণ কবে, কখন হবে এবং কে শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু এবার দেখা গেল, রাজ্যপালের নির্দেশের অপেক্ষা না করে বিধানসভার নিয়ম-রীতি অনুযায়ী শপথ গ্রহণের ব্যবস্থা হয়েছে। এর আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে রাজভবন বিলম্ব করেছিল বলে অভিযোগ এনে বিধানসভা এবার নিজস্ব পথে হেঁটেছে। এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার অধিবেশন কক্ষে হাজির থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
শপথ গ্রহণ শেষ হতেই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সরাসরি বিদ্ধ করলেন রাজভবনকে। মুখ্যমন্ত্রী বললেন, বিধায়করা কতদিন অপেক্ষা করে থাকবে শপথ গ্রহণের জন্য। উনি (রাজ্যপাল) তো হেলেন না, নড়েন না, চড়েন না! উপ নির্বাচনে জিতেও শপথের জন্য সায়ন্তিকা ও রেয়াতকে এক মাস অপেক্ষা করতে হয়েছিল। তাই বিধায়কের শপথ গ্রহণের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই আমরা মেনে চলব, এটা সঠিক সিদ্ধান্ত। মমতা বলেন, বিধানসভার ক্ষেত্রে অধ্যক্ষ আমাদের সুপ্রিম। রাজ্যপাল নতুনদের সঙ্গে বঞ্চনা করেছেন। ডিক্টেটরশিপ ফর্মুলা অ্যাপ্লাই করে কেউ কাউকে রুখতে পারেনা। তাই বিধানসভার অধ্যক্ষ যে সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণের ব্যবস্থা করেছেন, তা ভারতের ইতিহাসে নজিরবিহীন হয়ে রইল। এরপরই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যপালকে কড়া বার্তা পৌঁছে দেন। বলেছেন, ‘বেআইনি ব্যাখ্যা দেবেন না। লাইন মেনে চলুন। বেলাইনে চলার চেষ্টা করবেন না। আপনি গণতন্ত্রকে মজবুত করুন। কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। সংবিধানকে মেনে চলুন।’ রাজভবনের যিনি বাসিন্দা, তিনি যে একজন মনোনীত ব্যক্তি আর বিধানসভাযর যাঁরা সদস্য,  তাঁরা যে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত, সেটাও রাজ্যপালকে স্মরণ করিয়ে দেন মমতা। 
স্পিকার শপথগ্রহণ করানোয় সায়ন্তিকা ও রেয়াতকে দৈনিক ৫০০ টাকা করে জরিমানা ধার্য করেছেন রাজ্যপাল। আর যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, খুনি-ডাকাত-ক্রিমিনাল তাদের তো জরিমানা হয় না। যারা নিট কেলেঙ্কারিতে ফিট তাদের তো পেনাল্টি হয় না। কিন্তু সাধারণ ভোটে জিতে আসা বিধায়কদের আজ পেনাল্টি ধার্য হচ্ছে। কিন্তু এই পেনাল্টি, ‘জলপানির’ জন্য কি না, তা রাজভবনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মমতা। যদি ‘জলপানির’ ব্যবস্থার জন্য হয়, তাহলে তার ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কটাক্ষ ভরা বার্তা—‘আপনি তো নতুনদের উৎসাহ না দিয়ে ‘পেনাল্টি’ করছেন! নতুনরা কী শিখবে, কী জানবে! তাঁদের স্বপ্ন তো সব ঘুচে যাচ্ছে!’
5Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা