বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

যোগাযোগ করা যাচ্ছে না ওপারে যাওয়া ২৫০ জন চালকের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের ব্যাপক প্রভাব পড়ল আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে। পড়শি দেশে কয়েকদিনের অস্থিরতার জেরে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, রবিবার থেকে  ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক স্থলবন্দরগুলি দিয়ে রপ্তানি হওয়ার সম্ভাবনা একদম তলানিতে। দুই দেশের নাগরিকদের যাতায়াত কমে যাওয়ার প্রভাব পড়েছে সীমান্তের অর্থনীতিতেও। দক্ষিণবঙ্গের বনগাঁর পেট্রাপোল, বসিরহাটের ঘোজাডাঙ্গা, উত্তরবঙ্গের হিলি, মেখলিগঞ্জ, মহদিপুর স্থলবন্দর ঘিরে আশঙ্কার ছায়া। সেখানে এখন পণ্য নিয়ে দাঁড়িয়ে প্রায় দু’হাজার ট্রাক-লরি। তবে উদ্বেগ বাড়িয়েছেন পেট্রাপোল সীমান্ত পেরিয়ে পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া প্রায় ২৫০ ট্রাক-লরি চালক। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতেই শনিবার উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি এবং মহদিপুর স্থল বন্দর দিয়ে মোট ৬৫০টি ট্রাক-লরি বাংলাদেশে পণ্য নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা। চালকরা নির্বিঘ্নেই দেশে ফিরবেন বলে তাঁর আশা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বনগাঁর পেট্রাপোল, জলপাইগুড়ির ফুলবাড়ি ও বসিরহাটের ঘোজাভাঙা স্থল বন্দরের পণ্য পরিবহণ। বাংলাদেশের ডেপুটি কমিশনার অব কাস্টমস জানিয়ে দিয়েছেন, আজ, রবিবার ও কাল, সোমবার মালদহের মহদিপুর স্থল বন্দর বন্ধ থাকবে। এই বন্দর দিয়ে রোজ গড়ে ৩২৫টি ট্রাক যায় বাংলাদেশে। উত্তরবঙ্গের অপর দুই স্থল বন্দর চ্যাংড়াবান্ধা ও হিলির পণ্য পরিবহণ মাত্রা কমে এসেছে। যে কোন মুহূর্তে তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা।   
বাংলাদেশে হিংসা ও সংঘর্ষের জেরে পেট্রাপোল, গেদে, হিলি, চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি সীমান্ত দিয়ে মানুষের আসা-যাওয়া অনেকটাই কমেছে বলে বিএসএফ দাবি করেছে। গেদে সীমান্ত দিয়ে গত শুক্রবার ভারত থেকে বাংলাদেশ গিয়েছেন ৭০০ জন। অন্যদিকে, বাংলাদেশ থেকে এসেছেন ৭৫০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। সেই তুলনায় শনিবার দুই দেশের যাতায়াতকারীর সংখ্যা মাত্র ৩৮০ জন। যার মধ্যে বাংলাদেশ থেকে আসা ভারতীয় পড়ুয়ার সংখ্যাই বেশি। 
শনিবার মৈত্রী এক্সপ্রেস চলেনি। তাই গেদে সীমান্তে চেকিং করে হেঁটেই মানুষ ভারতে এসেছেন। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এ.কে আর্য বলেন, গেদের সীমান্ত বন্ধ করা হয়নি। গেট খুলে রাখা হয়েছে। তবে সেখান দিয়ে মানুষের যাতায়াত অনেকটাই কমে গিয়েছে। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে সব্জি বা নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে যাচ্ছে। কিন্তু সেদেশ থেকে কিছু আসছে না। হিলি সীমান্তে এদিন সকালে আচমকা আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। যদিও পরে দুই দেশের ব্যবসায়ী ও প্রশাসন আলোচনা করে শুধুমাত্র কাঁচামাল রপ্তানির ব্যবস্থা করে। পচনশীল নয়, এমন পণ্যবাহী ট্রাক-লরি আটকে রয়েছে। হিলি শুল্ক দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট রঞ্জিত বিশ্বাস বলেন, বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পণ্য আমদানি ও রপ্তানিতে সমস্যা হচ্ছে। শনিবার সকালে একটি ট্রাক ওপারে যাওয়ার পর রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে যোগাযোগ করে কাঁচামালের গাড়ি পাঠানো হয়। রবিবার কী হবে জানা নেই।
হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারীর কথায়, রপ্তানি বন্ধ হয়ে গেলে কয়েক কোটি টাকার ক্ষতি হবে। ওপারের ব্যবসায়ীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।
বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কোচবিহারের চ্যাংরাবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনও। সেকারণে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি বন্ধ রয়েছে। এই বন্দর দিয়ে মুলত ভারত ও ভুটান থেকে পাথর রপ্তানি হয়। প্রায় ৫০০টি ট্রাক চ্যাংড়াবান্ধা সীমান্তে আটকে। ওপারে যাওয়া ৩৫টি গাড়ি এখন ফেরেনি বলে জানিয়েছেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ। 
6Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা