বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

নিম্নচাপ ছত্তিশগড়মুখী হলেও চার-পাঁচ দিন রাজ্যজুড়ে ভারি বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবার গভীর নিম্নচাপটি ওড়িশার পুরী সংলগ্ন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়বে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে না এলেও আগামী চার-পাঁচ দিন রাজ্যজুড়ে বৃষ্টির মাত্রা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।  ২৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে চলে গেলেও মৌসুমি অক্ষরেখার অবস্থানের জন্য রাজ্যজুড়ে বৃষ্টি হবে। আপাতত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে সেরকম পরিস্থিতি রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। 
শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সারাদিন ধরে মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি হয়। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে আলিপুর আবহাওয়া অফিসে ১৭.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার গভীর নিম্নচাপটি উত্তর অন্ধ্র উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ছিল। পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পাশাপাশি বৃষ্টি ভরা মেঘ  টেনে আনছে। এই কারণে বৃষ্টির মাত্রা বেড়েছে। আগামী সোমবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।  
6Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা