বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বঙ্গ বিজেপির সংগঠন দুর্বল, স্বীকার শীর্ষ নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপির ‘দুর্বল সংগঠন’ নিয়ে এবার সরাসরি বিস্ফোরণ ঘটালেন দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বঙ্গ ইউনিটের পর্যবেক্ষেক সুনীল বনসল। বুধবার সায়েন্স সিটিতে ছিল পদ্ম পার্টির বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। সেখানেই সংগঠনহীন বঙ্গ বিজেপি নেতাদের গোষ্ঠী কোন্দল নিয়ে রীতিমতো তুলোধোনা করেছেন বনসল। জগৎপ্রকাশ নাড্ডার পর কেন্দ্রীয় বিজেপির পরবর্তী সভাপতির দৌড়ে থাকা ‘বুথ স্পেশালিস্ট’ বনসল এদিন সুকান্ত মজুমদার-অমিতাভ চক্রবর্তীদের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘প্রত্যেকবার গোষ্ঠীবাজির জন্য দলের ক্ষতি হচ্ছে। পার্টি বেড়েছে, কর্মী-সমর্থক বেড়েছে। কিন্তু পার্টির নেতাদের ক্যাপাসিটি বাড়েনি। হল-ভর্তি হাজারো সমর্থক ও নেতৃত্বের সামনে বনসল সাফ জানিয়ে দিয়েছেন, ‘এ রাজ্যে পার্টি এখনও সাংগঠনিকভাবে দুর্বল। এটা মানতে হবে। বুথ, শক্তিকেন্দ্র, মণ্ডল, জেলা ও রাজ্যস্তরে সংগঠন মজবুত করতে হবে। নেতৃত্বের উপর ভরসা রাখতে হবে। তাঁদের মেনে চলতে হবে। তাহলেই একমাত্র সংগঠন এগবে। এখানে নতুনরা ক্ষমতায় এসেই পুরনোদের বাদ দিয়ে দিচ্ছেন। আপনাদের মাথায় রাখতে হবে, একদিন আপনারাও পুরনো হবেন। তখন আপনাদেরও কেউ ছুড়ে ফেলে দেব। এভাবে পার্টি চলবে না।’ পরতে পরতে হতাশার সুর ঝরে পড়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন এই সংগঠন সম্পাদকের গলায়।
বুধবার সায়েন্স সিটিতে ঢোকার সময় নেতাদের বরণের জন্য হাজির ছিল একঝাঁক ঢাকির দল। ভরা বর্ষার দুপুরে গগণভেদী ঢাকের আওয়াজ শুনে বহু বিজেপি নেতা রীতিমতো তাজ্জব বনে যান। তাঁদের বক্তব্য, লোকসভা ভোটে গতবারের তুলনায় হাফ ডজন আসন হাতছাড়া হয়েছে। দলের উপর থেকে নিচুতলায় ক্ষোভের আগুন জ্বলছে। সেখানে পার্টির বৈঠকের জানান দেওয়া হচ্ছে ঢাক পিটিয়ে! একে অবশ্য অনেকেই রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর বিদায়ঘণ্টা বলে অভিহিত করছেন। এদিনের বৈঠকের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, তরকারি ও মাছের কালিয়া। রাজ্য কমিটির এই বৈঠকে জেলা কমিটি, মণ্ডল কমিটি পর্যায় মিলিয়ে প্রায় আড়াই হাজার আমন্ত্রিত ছিলেন। যদিও আয়োজকের তরফে খাওয়ার ব্যবস্থা ছিল এক হাজারের। এ নিয়ে দুপুরে খাওয়ার সময় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। দূর-দূরান্ত থেকে আগত অর্ধেকের বেশি গেরুয়া নেতা অভুক্ত থেকে যান। অনেকে বৈঠক ছেড়ে বেরিয়ে বিভিন্ন হোটেলে দুপুরের খাওয়া সারেন। ফল? বিরতির পরই হল ফাঁকা হয়ে যায়। কারণ, খাওয়া-দাওয়া করে অনেকেই আর হলমুখো হননি। এই ঘটনা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের রাজ্য কমিটির বৈঠককেই গুরুত্বহীন করে তুলেছে বলে মত রাজনৈতিক মহলের। অন্যদিকে, রাজ্য কমিটির বৈঠক চলাকালীন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অফিসের বাইরে ধর্নায় বসে পড়েন বিজেপি বাঁচাও কমিটির সদস্যরা। সেখানেও একপ্রস্থ তুলকালাম হয়। অভিযোগ, ক্ষমতাসীন গোষ্ঠীর নেতার নির্দেশে তাঁদের পিটিয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়। তবে এদিন সায়েন্স সিটির মঞ্চে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল দিলীপ ঘোষের ‘বরণ’। রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় নেতৃত্ব ও পদাধিকারীরা উপস্থিত থাকলেও একমাত্র দিলীপবাবুকে বরণের সময়ই গোটা সায়েন্স সিটি প্রেক্ষাগৃহ উৎসাহে কার্যত ফেটে পড়ে। করতালি, ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’ ধ্বনিতে তখন কান পাতা দায়। এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে কিন্তু রাজ্য-কেন্দ্র দুই মহলেই চর্চা শুরু হয়েছে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা