বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

তির-লণ্ঠনের কবচে বেউরে বসেই ‘ধান্দা’য় বেতাজ সুবোধ সিং

দেবাঞ্জন দাস, কলকাতা: স্থায়ী, অস্থায়ী মিলিয়ে হাজারের বেশি স্টাফ। তাদের বেতন ছাড়াও স্থানীয় ‘টেনিয়া’দের (টিপার) জন্য খরচ তো রয়েছেই। তার উপরে অপারেশন পর্বে মৃত্যু হলে পরিবারকে মোটা ক্ষতিপূরণ, জখম হলে তার চিকিৎসা, গ্রেপ্তার হলে দেশের বিভিন্ন প্রান্তে মামলা লড়ার খরচ। ওয়াকিবহাল মহল বলছে, সব মিলিয়ে ‘জুয়েল থিফ’ সুবোধের ‘সিং কোম্পানি’র বছরের খরচ ২০ থেকে ২৫ কোটি টাকা। শুধু সোনা লুটের মতো বিপজ্জনক অপারেশন চালিয়ে যে এই খরচ তোলা যাবে না, তা বেশ বুঝেছিল অপরাধ জগতের ঝানু গ্যাংস্টার সুবোধ সিং। তাই এখন ধনী ব্যবসায়ীদের থেকে তোলাবাজি, অপহরণ, সুপারি কিলিং, ‘ধান্দা’ থেকে অর্জিত অর্থে প্রোমোটিংয়ের মতো কারবারে ঢুকেছে ‘সিং কোম্পানি’। 
কিন্তু এই বিশাল কারবার সামলাতে গেলে রাজনৈতিক প্রশ্রয়টা যে সমানে জরুরি, তা সুবোধকে বুঝিয়েছেন ‘ছোটা সরকার’। বিশেষ করে রাজস্থানের দৌসার এক প্রভাবশালী বিজেপি নেতার ছেলেকে খতম করার ‘সুপারি’ দিয়ে বিপাকে পড়ার পর উপলব্ধিটা আরও বেড়েছিল জুয়েল থিফের। অন্ধকার সাম্রাজ্য টিকিয়ে রাখতে তাই ছোটা সরকারর মধ্যস্থতায় ‘লণ্ঠন’-এর আলো নিভিয়ে ‘তির’ দিয়েই লক্ষ্যভেদ করতে নেমেছে সুবোধ। সিং কোম্পানির প্রাক্তন কর্মী আতিক রহমানের (নাম পরিবর্তিত) কথায়, দু’পক্ষই একে অপরকে যে শর্ত দিয়েছে, তা পালন করতে সহমতও হয়েছে। কী সেই শর্ত? বিহারে আর কোনও সোনা লুট নয়। বেউর জেল থেকে সরবে না সুবোধ।  কোষাগার ভরাতে সুবোধ সিংয়ের নজরে এখন তাই ‘বাংলা’। টিটাগড় থেকে এ রাজ্যে ব্যাঙ্ক ডাকাতি এবং ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা লুটের মধ্যে দিয়ে যে অপরাধ যাত্রার ‘শুরুয়াত’ করেছিল সুবোধ, তাতে সহযোগীও পেয়েছিল এখান থেকেই। বিটি রোডে বেলঘরিয়ার রথতলার শ্যুটআউটের পর বারাকপুর কমিশনারেট এখন সুবোধ-সঙ্গী খোঁজার কাজ শুরু করেছে। 
বিহার এসটিএফের এক প্রাক্তন কর্তার কথায়, রাজস্থানের দৌসার প্রাক্তন বিধায়ক তথা প্রভাবশালী নেতার ছেলে কুণাল শর্মার জন্য সুপারি না দিলে হয়তো ‘তির’ হাতে নিতে পারত না সুবোধ সিং। ঘটনাটি ২০২০ সালের জুলাই মাসে। ওই বিজেপি নেতার ছেলে কুণাল তখন সাইবার অপরাধে জেল খাটতে বেউর পৌঁছেছে। ‘রংদারি ট্যাক্স’ চাওয়ার পাশাপাশি নেতা-পুত্রকে নিজের সেলে ডেকে কান ধরে ‘ওঠবোস’ও করায় জুয়েল থিফ। খেপে যান দৌসার বিজেপি নেতা। প্রভাব খাটিয়ে বেউরে ছেলের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করান। তাতেও অবশ্য থামেনি সুবোধ। এই পর্বে উত্তর কলকাতার এক থানায় সাইবার অপরাধে নাম জড়ায় নেতা-পুত্রের। আদালতের নির্দেশে ঠিক হয়, ‘২১ সালের ২৬ ফেব্রুয়ারি শিয়ালদহ আদালতে হাজির করাতে হবে কুণাল শর্মাকে।’ বেউর থেকে যাওয়ার সময় সুবোধের হুমকি ছিল, ‘আজ রাস্তে মে তুঝে খতম করুঙ্গা’। হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেসের একটি সাধারণ কামরায় পুলিস পাহারায় রওনা দেয় কুণাল। রাত ১০টা নাগাদ মোকামা স্টেশনে ট্রেন পৌঁছনোর পর কামরার বাইরে থেকে গুলি বর্ষণ শুরু হয়। সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচায় নেতা-পুত্র ও পুলিস কর্মীরা। তাহলে ছোটা সরকার কে? কী তার ভূমিকা? মোকামার প্রাক্তন বাহুবলী বিধায়ক অনন্ত সিং, গোটা বিহার তাঁকে চেনে ‘ছোটা সরকার’ নামে। বাড়িতে একে-৪৭ রাইফেল আর গ্রেনেড রেখে ১০ বছরের জন্য বেউরে জেল খাটছেন। মাঝে প্যারোলে ১৫ দিনের জন্য ছাড়া পেয়ে এক সময়ের ‘শত্রু’ রাজীবরঞ্জন সিং ওরফে লালনের হয়ে ভোট প্রচার করেছেন। আর সিং কোম্পানি ভোটটা করিয়েছে। এটাই সন্ত্রাস। সুবোধের।
‘তির’ শিবিরের সেকেন্ড ইন কমান্ড এখন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আর ছোটা সরকার ও সুবোধ সিং? বেউর জেলে। নির্বিঘ্নে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা