রাজ্য

মাতৃরূপেণ...। নদীয়ার শান্তিপুরে তোলা নিজস্ব চিত্র।

দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত ১৫

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল আটটা নাগাদ রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালদহগামী একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ধাক্কার তীব্রতায় পিছনের দু’টি বগি দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে কালিম্পং জেলার পুলিস। আহত হয়েছেন কমপক্ষে ২০ থেকে ২৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিস। সকাল থেকে টানা বৃষ্টিতে উদ্ধারকাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, সকাল আটটা নাগাদ রাঙাপানি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালদহগামী একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয় কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তাতেই কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এইমাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আটক যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ১০টি বাস। ওই বাসগুলি করে যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। দুপুরের পর থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু হবে। এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। এদিকে, রেল দুর্ঘটনার জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মালদহ টাউন স্টেশনে ভোগান্তির শিকার যাত্রীরা। উত্তরবঙ্গের মন্ত্রী বিধায়কদের দুর্ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাঙাপানিতে যান তৃণমূল নেতা গৌতম দেব, পার্থপ্রতীম রায়, সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এছাড়া ঘটনাস্থলে যান রেল পুলিশের ডিজি। 
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা