রাজ্য

রায়গঞ্জ বাদে ৩ কেন্দ্রের প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বনগাঁ: আসন্ন বিধানসভা উপ নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার আলিমুদ্দিনে বামফ্রন্ট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, রানাঘাট (দক্ষিণ) ও মানিকতলা বিধানসভায় লড়াই করবে সিপিএম। বাগদা বিধানসভায় লড়বে শরিক দল ফরওয়ার্ড ব্লক। সূত্রের খবর, রায়গঞ্জ বিধানসভাটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। এর ফলে রাজনৈতিক মহল মনে করছে, লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতা করেই ভোট লড়তে নামবে। 
নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী করেছে শিক্ষক তথা  যুবনেতা অরিন্দম বিশ্বাস। কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনিই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। তারপর থেকেই এই কেন্দ্রে শক্তি হ্রাস হতে থাকে বামেদের। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যে পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক। যদিও কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি।  
5Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা