বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

গ্রামের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজতে ৪ হাজার কোটি

বিশ্বজিৎ দাস, কলকাতা: সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে গ্রামবাংলা দু’হাত তুলে আশীর্বাদ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কৃতজ্ঞ মমতা এবার তার প্রতিদান দিতে শুরু করলেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, শীঘ্রই গ্রামবাংলার স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজা হবে। এর জন্য খরচ হবে ৪ হাজার কোটিরও বেশি  টাকা। বিশ্বব্যাঙ্ক এই বিপুল অঙ্কের অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। দু’টি কারণে এই অনুদান পাচ্ছে বাংলা। প্রথমত, বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। দ্বিতীয়ত, ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা ‘নন-কমিউনিকেবল ডিজিজ’ বা এনসিডি প্রতিরোধ। এনসিডির অর্থ অসংক্রামক রোগব্যধি, যেমন সুগার, প্রেশার, হার্টের রোগ, ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি। কোন কোন খাতে, কীভাবে টাকা খরচ করতে হবে, তার সুনির্দিষ্ট গাইডলাইনও চলে আসবে শীঘ্রই। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘বিশ্বব্যাঙ্কের অনুদান আসছে। মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনও মিলে গিয়েছে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতিতে সেই অর্থ খরচ করা হবে।’
সূত্রের খবর, রাজ্য বাজেটের অর্থবরাদ্দ ছাড়াও স্বাস্থ্যদপ্তরের বিপুল কর্মকাণ্ডে আরও বেশ কিছু প্রকল্পের অর্থ আসে। যেমন, জাতীয় স্বাস্থ্য মিশন (যার অর্থ আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে), পঞ্চদশ অর্থ কমিশন, আরআইডিএফ বা রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং এমএসডিপি বা মাল্টি সেকটরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এছাড়া হাতেগোনা কয়েকটি জেলা বিআরজিএফ বা ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ডও পেয়ে থাকে। রাজ্য বাজেট এবং এই সমস্ত খাতের বরাদ্দ অর্থে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কাজ করেছে স্বাস্থ্যদপ্তর। পরিকাঠামোগত উন্নয়নের বহু কাজ হয়েছে। যেমন, প্রাথমিক, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ এবং সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি। এছাড়াও তৈরি করা হচ্ছে বিপিএইচইউ বা ব্লক পাবলিক হেলথ ইউনিট। তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট ‌ইনটিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিও (জেলায় এক ছাতার তলায় নিখরচায় বিভিন্ন ধরনের রক্তপরীক্ষার ব্যবস্থা)। কিন্তু, জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থাসাহায্য বন্ধ হয়ে যাওয়ায় সবক’টি জনমুখী কাজই ক্ষতিগ্রস্ত হতে থাকে। শেষে রাজ্য সিদ্ধান্ত নেয়, স্বাস্থ্য মিশনের টাকা কবে আসবে, তার জন্য তীর্থের কাকের মতো বসে থাকবে না তারা। তাই সরকারি জনমুখী প্রকল্পগুলি চালু রাখতে গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ আরও বাড়িয়ে দেয় তারা। দপ্তরের এক কর্তা বলেন, ‘বিশ্বব্যাঙ্কের অর্থসাহায্য মিললে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের থমকে থাকা কাজগুলি ফের শুরু করতে পারা যাবে। শুরু করা যাবে নয়া জনমুখী প্রকল্পও।’ 
বাম জমানায় স্বাস্থ্যক্ষেত্রের জন্য আসা বিশ্বব্যাঙ্কের টাকা (এইচএসডিপি-২) নিয়ে বিস্তর নয়ছয়ের অভিযোগ উঠেছিল। অকারণে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র কেনা, কারণ ছাড়াই গুচ্ছ গুচ্ছ কম্পিউটার কেনার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এবার যাতে তেমন কোনও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করাই আপাতত বড় চ্যালেঞ্জ বলে মনে করছে স্বাস্থ্য‌ভবন।  
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা