রাজ্য

বাংলাদেশি ‘খুন’:  দাঁড়িপাল্লায় মেপে দেহ টুকরো করা হয় এমপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু খুন নয়, নৃশংস কায়দায় লোপাট করা হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের আওয়ামি লিগ এমপি আনোয়ারুল আজিম আনারের দেহ। প্রথমে হাড় থেকে আলাদা করা হয় মাংস। সেই মাংস আবার ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের ছোট ছোট টুকরোয় ভাগ করা হয়। সেকাজের জন্য দাঁড়িপাল্লা নিয়ে এসেছিল খুনিরা। বাংলাদেশি এমপি খুনের ঘটনায় ধৃত ‘কসাই জিহাদ’কে জেরা করে চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছে সিআইডি। সোমবার জিহাদকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। সিআইডির পাশাপাশি বাংলাদেশ পুলিসের শীর্ষ কর্তারাও সেখানে হাজির ছিলেন। পাশাপাশি বর্তমানে ঢাকায় ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) হেফাজতে থাকা সৈয়দ আমানুল্লা ওরফে আমানকে ভিডিও কলে জুড়ে নেন তদন্তকারীরা। ওই ফ্ল্যাটে কোথায় কীভাবে এমপিকে খুন করা হয়, দেহাংশ কোথায় রাখা হয়েছিল—সেব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয় আমানুল্লা। 
এদিকে, ১৪ দিন কেটে গেলেও আওয়ামি লিগের এমপির দেহাংশের খোঁজ মেলেনি। অথচ খুনের মামলায় তদন্তের স্বার্থে দেহাংশের কিছুটা হলেও উদ্ধার করাটা জরুরি। না হলে মামলা দুর্বল হয়ে পড়বে। এটা বুঝেই বাংলাদেশ পুলিসের টিম ও সিআইডি ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। ফ্ল্যাটের যে ঘরে এমপি’র দেহ কাটা হয়, সেখানে নিয়ে যাওয়া হয় জিহাদকে। কীভাবে দেহ কাটা হয়েছে, সে অভিনয় করে দেখায়। আনারের দেহ থেকে প্রথমে মুণ্ড, পরে শরীরের প্রতিটি অংশ থেকে মাংস ও হাড় আলাদা করা হয়। সেগুলিকে ছোট ছোট টুকরো বা কার্যত ‘কিমা’ বানানোর বিস্তারিত বিবরণ পাক্কা ৪০ মিনিট ধরে তদন্তকারীদের জানায় জিহাদ। কোন জায়গায় দেহাংশ রাখা হয়েছিল এবং প্যাকেট কীভাবে করা হল, সেটিও তুলে ধরে। পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং করেন আধিকারিকরা। নিউটাউনের ফ্ল্যাট থেকে ভিডিও কলে ধরা হয় বাংলাদেশ পুলিসের হেফাজতে থাকা আমানুল্লা, সিরিস্তা রহমান ও ফয়সাল সাজিকে। জিহাদের দেওয়া বয়ানের সঙ্গে আমানুল্লার বক্তব্য মিলিয়ে দেখা হয়। দু’জনের বয়ানে কোথায় কোথায় ফাঁক রয়েছে, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। জিহাদ তদন্তকারীদের এও জানিয়েছেন, বাগজোলা খালে যেখানে দেহাংশ ফেলা হয়, সেখানে একটি বাঁশঝাড় ছিল। সংশ্লিষ্ট জায়গাটিও পরিদর্শন করেন বাংলাদেশের ডিবি প্রধান হারুন উর রশিদ সহ শীর্ষ পুলিস কর্তারা।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা