রাজ্য

বাইক-টোটোয় চেপে ভোট পরিক্রমা দেবের, ঘুরলেন ফুরফুরে মেজাজেই

কাজলকান্তি কর্মকার, ঘাটাল: কখনও বাইক, কখনওবা টোটোয় করে বিভিন্ন বুথে ঘুরছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সংসদ সদস্য দীপক অধিকারী(দেব)। ঘাটাল বিধানসভার দৌলতচকে বুথে ঢোকার আগেই দূরে তাঁর চোখে পড়ে গাছতলায় একটি ট্রাই সাইকেলের দিকে। তাতে বসে এক দিব্যাঙ্গ ভোটার। তারপরই বদলে গেল অভিমুখ। বুথের পরিবর্তে দেব সোজা চলে গেলেন তাঁর কাছে। গিয়ে জড়িয়ে ধরলেন। হাতে ও মাথায় চুমু খেলেন। কুশলও বিনিময় করলেন। দেব ওই ভোটারকে বললেন, আপনার যাকে ভালো লাগবে আপনি তাকেই ভোট দিন। আপনি এই অবস্থায় এসেছেন, তাতেই আমি খুশি। হাসি মুখে ওই ভোটারের পিঠ চাপড়ে দিয়ে এগিয়ে গেলেন বুথের দিকে। সেই সঙ্গে কর্মীদের অনুরোধ করলেন, ওই ভোটারকে বুথে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করতে। দেবের এই মানবিক আচরণে মুগ্ধ উপস্থিত ভোটাররা।
এমনিতেই দেব অত্যন্ত জনপ্রিয়। রাজনীতিতে কটু কথার ফুলঝুরি ছুটলেও তিনি সেই তালিকায় নাম লেখাননি। সমস্ত ধরনের প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন হাসি মুখে। এদিনও বিভিন্ন বুথে ঘোরার সময় বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তাঁকে অপ্রিয় প্রশ্ন করা হয়েছিল। তিনি হাসিমুখে এড়িয়ে গিয়েছেন বিতর্ক। বলেছেন, ‘আজ আর কোনও বিতর্ক নয়। সকাল থেকেই দিনটা খুব ভালো যাচ্ছে। এটাই ধরে রাখতে চাই।’
এদিন দেব সকাল ৯টা থেকেই বুথ ঘুরতে বেরিয়ে পড়েন।  খড়ার শরের দলপতিপুরে দু’টি বুথ পরিদর্শন করার সময় তাঁর কাছে খবর আসে, ঘাটাল বিধানসভা এলাকায় দৌলতচকে তৃণমূলের এজেন্টকে বিজেপি বসতে দিচ্ছে না। ততক্ষণে তাঁর কনভয় ঝুমি নদীর বাঁশের সাঁকো পেরিয়ে যায়। তারপর আরও একটি সরু ব্রিজ রয়েছে। তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না। দেব দলীয় এক সমর্থকের বাইকে বসে পড়েন। বাইকেই দৌলতচকে পৌঁছন। যদিও তাঁর যাওয়ার আগেই পুলিস তৃণমূলের এজেন্টকে বসানোর ব্যবস্থা করে দেয়। ওখান থেকে দেব একটি টোটোয় করে ফিরে আসেন।
তারপর ঘাটাল বিধানসভার ফতেপুর বুথে যান। পরে ঘাটাল শহরের কয়েকটি বুথও তিনি পরিক্রমা করেন। দেব এদিন দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের মহিলা ভোট কর্মী পরিচালিত ‘আদর্শ বুথে’ যান। দেব যেখানেই গিয়েছেন সেখানেই ভোটারদের লাইন ভেঙে গিয়েছে। লাইন ছেড়ে দেবের কাছে গিয়ে তাঁরা ভিড় করেন। দেবকে ছুঁয়ে দেখার এবং তাঁর সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় প্রতিটি জায়গাতেই দেবকে বলতে শোনা গিয়েছে, আপনাদের যাকে ভালো লাগবে তাকে ভোট দিন। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার দেওয়া ভোটের উপরেই নির্ভর করবে আগামী দিনে আপনার ঈদটা কেমন কাটবে, পুজোটা কেমন যাবে। দেশ কোন পথে এগবে। দুপুর আড়াইটে নাগাদ দাসপুর বিধানসভার শয়লা প্রাথমিক বিদ্যালয়ের বুথ পরিদর্শন করে পাঁশকুড়ার উদ্দেশে বেরিয়ে যান। পাঁশকুড়ার জিয়াখালি, রাতুলিয়া ডেবরার গঙ্গাদাসচক সহ কয়েকটি বুথ পরিক্রমা করতেই বিকেল সাড়ে চারটে বেজে যায়। সেখান থেকে পিংলা যেতেই তাঁকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় উচ্ছ্বাস। নির্বাচন শেষ হওয়ার আগেই দেবকে মালা পরিয়ে, সবুজ আবির মাখিয়ে ‘বিজয় মিছিল’ সেরে নেন। দেব বলেন, এতদিন ধরে অনেক পরিশ্রম করেছে। আমার কর্মীরাই সব। ওরা একটু আনন্দ করতে চাইছে।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা