রাজ্য

রাজ্যের আর্থিক পরিস্থিতিকে কটাক্ষ আসলে বিজেপি নেতৃত্বের অজ্ঞতারই প্রমাণ, দাবি পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বিরোধী বিজেপি নেতারা যেসব অভিযোগ করছেন সেগুলো তাঁদের অজ্ঞতারই প্রমাণ। মনে করেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বিজেপি নেতাদের অজ্ঞতার দায় তিনি কেন নেবেন? সেই প্রশ্নও তোলেন তিনি। রাজ্যের বকেয়া ঋণের পরিমাণ খুব বেড়ে যাওয়ার অভিযোগ তুলছেন বিজেপি নেতারা। প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, ঋণের পরিমাণ বিচার করা হয় সামগ্রিক মোট উৎপাদনের (জিএসডিপি) ভিত্তিতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। কারণ তাদেরও জিডিপি অনেক বেশি। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে জিএসডিপি সাড়ে ৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা হয়েছে। বৃদ্ধির হার ১১.৪ শতাংশ। সেখানে দেশের জিডিপি বৃদ্ধির গড় হার ৮ শতাংশের মতো।
রাজ্যে ঋণের মোট পরিমাণের সঙ্গে জিএসডিপির অনুপাত বাম জমানার ৪১ শতাংশ থেকে কমে ৩০ শতাংশের আশপাশে চলে এসেছে। রাজ্যের আর্থিক ও রাজস্ব ঘাটতি আগের তুলনায় কমেছে। এই দৃষ্টান্তগুলি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিতবাহী বলে দাবি করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পরিংখ্যান অনুযায়ী, রাজ্যে উৎপাদন শিল্পের প্রসার ঘটছে। জ্বালানি তেলের দামবৃদ্ধির জন্য কেন্দ্রের নীতিকে দায়ী করেছেন অমিতবাবু। তিনি বলেন, জ্বালানি তেলের করের টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করার জন্য কেন্দ্র বেশি করে সেস চাপিয়েছে। কর বসালে তার থেকে সংগৃহীত অর্থের একটা অংশ রাজ্যকে দিতে হতো। সেসের টাকার ভাগ রাজ্য সরকারকে দেওয়া হয় না।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা