রাজ্য

একুশের ভোটের সাফল্যে ঝাড়গ্রামে স্নায়ুযুদ্ধে অনেকটাই এগিয়ে তৃণমূল

তন্ময় মল্লিক, ঝাড়গ্রাম: ‘সকালে বাড়ি থেকে বেরতাম। সন্ধের অন্ধকার নামার আগেই ফিরতে হতো বাসায়। আমাদের জীবনটা ছিল অনেকটা পাখির মতো। দিনের আলো নিভলেই গৃহবন্দি। এখন সেসব অতীত। আতঙ্ক নেই, তাই বাজার গমগম করে রাত পর্যন্ত।’ এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন শিলদার ব্যবসায়ী সুদীপ মল্লিক। তাঁকে সমর্থন করলেন সুকুমার পান। সুকুমারবাবু গলায় ঝোলানো পাঁচ ফুটের ফিতে। পেশায় দর্জি। বললেন, ‘আশিস কর, অশোক হালদার, অনন্ত মুখোপাধ্যায় বন্ধুর মতো ছিল। সবাই খুন হয়ে গেল! অনন্তকে স্কুলে ঢুকে গুলি করে মেরেছিল। দিনরাত তাড়া করে বেড়াত আতঙ্ক। একদিন খেলায় জিতে কয়েকজন ছেলে হিপ্ হিপ্ হুররে স্লোগান দিয়েছিল। তাতেই মাওবাদী এসেছে ভেবে পাঁচিল টপকে পালাতে গিয়ে পা ভাঙলেন এক সোনার দোকানের কর্মী।’
এই শিলদাতেই বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। নির্বিচারে জওয়ানদের গুলি করে মেরেছিল। ভোট এলেই জঙ্গলমহলে ঘুরেফিরে আসে সেই সব আতঙ্কের দিনের কথা। একজন বললেন, ‘চাওয়া পাওয়া তো আছেই। তবে, এখানে অনেকেই শান্তির কথা মাথায় রেখে ভোটটা দেন।’ জঙ্গলমহলের দিন বদলে খুশি দর্পশীলা গ্রামের বাবলু মান্ডি, জমেড়াশুলি গ্রামের সঞ্জয় মাণ্ডিরাও। তাঁদের কথায়, ‘শুধু শান্তিই ফেরেনি, মিটেছে পেটের জ্বালা। এখন বিনা পয়সায় রেশনের চাল পাই। মেয়েরা পায় লক্ষ্মীর ভাণ্ডার। আর চাষিরা কৃষকবন্ধু। তাই পাল্লা ভারী দিদিরই।’
বিনপুর বাসস্ট্যান্ডে চায়ের দোকানে বসেছিলেন বাবর খাঁ ও তাঁর সঙ্গীরা। বাবর বলেন, ‘আমরা প্রথম থেকে সিপিএম করি। ২০১৮ সালে অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলাম। পঞ্চায়েত পেয়েছিল বিজেপি। কিন্তু ওরাও তৃণমূলের মতো চুরি করল। তাই এবার হারিয়ে দিয়েছি। এখন আমরা ফের সিপিএম। এবার হাল ফিরবে লালের।’ তাঁর কথায় সায় দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় মিশ্র। বললেন, ‘সিপিএমের সমর্থকরা সরে যাওয়ায় বিজেপিতে এখন ভাটার টান। বিনপুর পঞ্চায়েতটাও বিজেপির হাতছাড়া হয়েছে।’ ‘হাওয়া’ যে আগের মতো নেই, সেকথা মানছেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সম্পাদক দীনবন্ধু কর্মকার। তাঁর দাবি, গতবারের মতো হইহই ব্যাপারটা হয়তো নেই। কিন্তু মানুষের হৃদয়ে আছে বিজেপি। এবারও আমরাই ঝাড়গ্রামে জিতব।
ঝাড়গ্রাম শহর থেকে বেলপাহাড়ী যাওয়ার পথে ফ্লাইওভার থেকে নামলেই পেট্রল পাম্প। পাশেই বুদ্ধদেব দাসের ফলের দোকান। একুশের ভোটের আগে বুদ্ধদেব বলেছিলেন, ‘হাওয়া বিজেপির দিকে। কিন্তু লড়াই হবে জোর।’ তিন বছর পর সেই বুদ্ধদেবের সামনে একই প্রশ্ন, এবার হাওয়া কোন দিকে? একটুও সময় নিলেন না বুদ্ধদেব। বললেন, ‘তৃণমূলের দিকে।’ দোকানের পাশেই দাঁড়িয়েছিলেন বাঁকুড়ার রাইপুরের সুশান্ত সাহু। সাংবাদিক বুঝতে পেরে বললেন, ‘এবার জঙ্গলমহলজুড়ে তৃণমূলের হাওয়া। আর হবে নাই বা কেন? রেশন, কৃষকবন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার কোনও কিছুই বাদ নেই।’ 
ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদার কথায়, জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন দেওয়ায় এলাকার মানুষকে আর উদরপূর্তির জন্য পিঁপড়ের ডিম খেতে হয় না। গত লোকসভা ভোটে বিজেপির মিথ্যে প্রচারে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন। এখন তাঁরা সত্যিটা বুঝেছেন। আমাদের উদ্দেশ্য, ভোটের মার্জিনটা বাড়িয়ে নেওয়া।
উনিশের ভোটে ঝাড়গ্রামে জিতেছিল বিজেপি। তা সত্ত্বেও বীরবাহা হাঁসদা কেন বলছেন, জয়ের মার্জিন বাড়ানোই লক্ষ্য! তার কারণ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনেই একুশে জিতেছে রাজ্যের শাসক দল। তাই স্নায়ুযুদ্ধে ঝাড়গ্রামে বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা