রাজ্য

নারীনির্যাতন ইস্যুতে ‘মোদির গ্যারান্টি’কে সমালোচনা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ দেশের সব রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন বিষয়ে ‘মোদির গ্যারান্টি’র কথা  জোর গলায় বলছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রাজ্য সরকার মনে করে, মোদির গ্যারান্টিগুলি মিথ্যাচার মাত্র। কিন্তু কেন? তথ্য-পরিসংখ্যানসহ তার বিস্তারিত ব্যাখা দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা রাজ্য সরকারের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। রবিবার তৃণমূল ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মোদির গ্যারান্টিকে ‘৪২০’ দেগে দেওয়ার কারণ হিসেবে অমিত মিত্র মোট  ১১টি বিষয় তুলে ধরেন। এর মধ্যে মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে, যুবক-যুবতীদের বেকারত্ব, পারিবারিক সঞ্চয় হ্রাস, বিত্তশালীদের ব্যাঙ্কঋণ মাফ থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার একগুচ্ছ প্রসঙ্গ ছিল। অমিত মিত্র বলেন, প্রধানমন্ত্রী রাজ্যে এসে যত সভা করছেন, তার সবগুলি থেকেই একঝাঁক ‘৪২০ গ্যারান্টি’ দিয়ে যাচ্ছেন। বাস্তবে এগুলির কোনও মূল্য নেই। ভোটেই এর জবাব দেবেন মানুষ। প্রধানমন্ত্রী কেন মণিপুর যাওয়ার সময় পাননি এবং সংসদে প্রশ্নের উত্তর দেন না,  সেই প্রসঙ্গও তোলেন তিনি। 
নাম না-করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এবং সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন অমিত মিত্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, উনি এখানে এসে বলে গিয়েছেন, রাজ্য থেকে নাকি শিল্পপতিরা চলে যাচ্ছেন! কিন্তু বাস্তব চিত্রটি একেবারে আলাদা বলেই দাবি তাঁর। অমিত মিত্র বলেন, গত কয়েকবছরে ৩৫ হাজার সম্পদশালী ব্যক্তি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এঁরা অন্তত ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ভারতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এখন শেয়ার বাজারে লগ্নি করার পরামর্শ দিচ্ছেন। ভোটের আগে শেয়ারের দাম কমে যাওয়ার কারণেই তাঁর এই পরামর্শ। অমিত মিত্র বলেন, শুনেছি শেয়ার কেনাবেচায় যুক্ত থাকার পারিবারিক ইতিহাস আছে অমিত শাহের। নির্বাচনের পর তাঁর আর কিছু করার থাকবে না নিশ্চয়। অমিত মিত্রের প্রশ্ন, তাই কি এখন থেকেই শেয়ার কেনাবেচার কথা বলছেন তিনি?
অমিত মিত্র সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী তাঁর গ্যরান্টির মধ্যে নারীশক্তির প্রসঙ্গও রেখেছেন। কিন্তু বাস্তবে মোদি জমানাতেই মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রতি সেকেন্ডে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সংখ্যা ৫১! লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে আর্থিক ভরসা জুগিয়েছেন। সেখানে বিজেপি এই প্রকল্প নিয়ে মহিলাদের হেয় করছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশে যুবক-যুবতীদের ৮০ শতাংশের বেশি বেকার। শিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে কর্মহীনতার হার ৬৬ শতাংশ। মোদির গ্যারান্টিতে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ কর্মী তৈরির কথা বলা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, মাত্র ৪ শতাংশ তরুণ-তরুণী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পেয়েছেন। দেশে পারিবারিক সঞ্চয় ৫০ বছরে এত কমেনি বলেও দাবি করেন অমিত মিত্র। গত ১০ বছরে বিদেশি ঋণের পরিমাণ ১০০ শতাংশ বেড়ে ৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, এই আমলে ব্যাঙ্কঋণ মাফ করা হয়েছে ১৬ লক্ষ কোটি টাকার! অমিত মিত্রের তথ্য অনুযায়ী, এর মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের পরিমাণ মাত্র ১৬০ কোটি টাকার। ঋণ মকুব করা হয়েছে মূলত বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের। অন্যদিকে, ব্যাঙ্কঋণ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বাংলায় একুশের বিধানসভা ভোটে হারার পর থেকে কেন্দ্র ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা