রাজ্য

মমতাকে খুনের চক্রান্ত বিজেপির! বিস্ফোরক স্বয়ং তৃণমূল নেত্রী

প্রীতেশ বসু, কুমারগঞ্জ: ‘বিজেপি আমার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এই ষড়যন্ত্র ওরা করছে’। রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুমারগঞ্জে জনসভার মঞ্চ থেকে এই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতেই টেনে আনলেন তিনি ‘পুলওয়ামা চক্রান্তে’র প্রসঙ্গ। বিজেপির উদ্দেশে তাঁর তোপ, ‘ওরা বোমা-টোমা ফাটানোর কথা বলছে। আসলে আমি হচ্ছি ওদের টার্গেট। আমার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। ওরা এতটাই ডেঞ্জারাস।’
কৃষ্ণনগর থেকে মহারণ চব্বিশের ভোটপ্রচার শুরু করেছেন মমতা। আর প্রথম দিন থেকেই তিনি বলে এসেছেন, প্রাণ থাকতে ধর্মের ভিত্তিতে দেশভাগ হতে দেব না। কিন্তু এভাবে সরাসরি প্রাণহানির চক্রান্তের বিস্ফোরণ তিনি ঘটাননি। শনিবার বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে একটি ‘বোমা পড়ার’ বা ‘বিস্ফোরণে’র হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও পরে ব্যাখ্যা দেওয়া হয়, এটা রাজনৈতিক বিস্ফোরণের কথা বলা হয়েছে। কিন্তু সেই প্রসঙ্গ টেনেই পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন নেত্রী। ভিড়ে ঠাসা চকরাম রায় গ্রাউন্ডে বক্তৃতার একেবারে শেষ পর্যায় এসে গর্জে উঠলেন তিনি। আর এই আশঙ্কায় তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও উল্লেখ করলেন তিনি। তবে পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, গেরুয়া বাহিনীর হুমকির পরোয়া তাঁদের দু’জনের কেউই করেন না। কারণ, তাঁদের কাছে ব্যক্তি নয়, দেশের মানুষের নিরাপত্তাই বেশি গুরুত্বের। মমতা বলেন, ‘মনে নেই গত লোকসভা ভোটের আগে পুলওয়ামা হামলার কথা? তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছিলেন, কীভাবে ভোটে জিততে দেশের জওয়ানদের প্রাণ নিয়েও ওরা চক্রান্ত করেছিল। এখানেও নানারকম ষড়যন্ত্র চলছে। তবে এই চক্রান্ত আমরা ভেস্তে দেব।’
আর পাঁচজন সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী নেতাদের উপর গেরুয়া শিবিরের অকথ্য অত্যাচারের প্রতিবাদও এদিন শোনা গিয়েছে মমতার গলায়। রবিবার ঝাড়খণ্ডে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার সঙ্গে কথা হয়েছে তাঁর। ইডির হাতে গ্রেপ্তারির পর এখন হেমন্ত জেলবন্দি। মমতার কথায়, ‘কল্পনা জানিয়েছেন, বাড়িতে শুধু একটি ওয়াশিং মেশিন পাওয়া গিয়েছে বলে হেমন্তকে গ্রেপ্তার করা হয়েছে।’ এজেন্সিরাজের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি আধাসেনার অপব্যবহার নিয়েও সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, রীতিমতো অত্যাচার চালাচ্ছে বিএসএফ। আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট। আর সেই কেন্দ্রের অধীনে থাকা গঙ্গারামপুর ব্লকের ১১ নম্বর অশোকগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকার দোমুঠা ফারিদপুরে তৃণমূল কর্মীদের উপর বিএসএফ জাওয়ানদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির কথাতেই সীমান্তবর্তী এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর বিএসএফ অত্যাচার চালাচ্ছে। তাঁর দলের তরফে নির্বাচন কমিশনের কাছে এবিষয় অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন মমতা। তীব্র গরম মাথায় নিয়ে এদিন বালুরঘাটে দলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জ ও বালুরঘাট শহরে পরপর দু’টি সভা করেন তৃণমূল নেত্রী। দু’টি সভামঞ্চ থেকেই বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারকে হারানোর ডাক দেন মমতা। বলেন, ‘আপনাদের সাংসদ রাজ্যের টাকা বন্ধ করে দেওয়ার কথা বলে। তাহলে এই গদ্দারকে ভোট দেবেন কেন?’
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা