রাজ্য

হাইভোল্টেজ ভোটে চাহিদাই নেই পেটো, কৌটোর, পেশা বদল বোমা-কারিগরদের

অলকাভ নিয়োগী,  বিধাননগর: হাঁসফাঁস গরমে ভোট। তাপপ্রবাহের সঙ্গে চড়ছে ক্ষমতা দখলের পারদও। লক্ষ্য একটাই—দিল্লির মনসদ। কিন্তু এই হাইভোল্টেজ ভোটেও পরিচিত পেটো, কৌটো, সকেট বোমার চাহিদা নেই! অন্যান্য ভোটে বোমার কারিগররা যেখানে নাওয়া-খাওয়ার সময় পায় না, এবার তারাই বরাতশূন্য! এমনকী, গত বিধানসভার চেয়ে কারবারিরা ১০০ টাকা ২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হাঁকছে। তাও খদ্দের নেই। বাধ্য হয়েই বহু কারিগর বদলাচ্ছে ‘বারুদের পেশা’। পুলিস ও গোয়েন্দাদের সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গোপনে স্বীকার করছেন ‘বোমার গড়ের’ বহু বাসিন্দাও।
ভোটে বারুদের গন্ধ পরিচিত। আগে কেবল পেটো ব্যবহার হলেও গত কয়েকটি নির্বাচনে নাম কুড়িয়েছে শক্তিশালী কৌটো, সকেট এবং পিন বোমা। তবে, পেটোতেও আধুনিকীকরণ হয়েছে। পুলিস ও গোয়েন্দা সূত্রের খবর, কলকাতার শহরতলি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বোমা তৈরি হয়। ভোটের তিনমাস আগেই বরাত শেষ হয়ে যায়। এবারের ভোটে উলটপুরাণ। প্রতিবার ভোটের আগে উত্তরপ্রদেশ থেকে ক্যুরিয়ারে কুইন্টাল কুইন্টাল ‘হোলসেল’ বারুদ আসে। ডানকুনি থেকে সরবরাহ হয়। এবার নাকি হোলসেল হচ্ছে না। গত বিধানসভায় এক একটি ভালো পেটোর দাম ছিল ৩০০-৪০০ টাকা। ভিতরে লোহার বল, কাচের টুকরো, বঁড়শির কাঁটা, নতুন ব্লেডের টুকরো মেশানো থাকত। এই পেটো এবার পিস পিছু ২৫০ টাকায় নেওয়ার কাস্টমারও মিলছে না।
পেটোর চেয়ে উন্নত কৌটো ও সকেট বোমা। রান্নার মশলায় ব্যবহৃত স্টিলের কন্টেনার দিয়ে কৌটো বোমা এবং লোহার পাইপ দিয়ে তৈরি হয় সকেট বোমা। গতবারও এই বোমা ৬০০-৬৫০ টাকা পিসে হু হু করে বিক্রি হয়েছে। এবার ২০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৪০০-৪৫০ টাকাতেও ক্রেতা নেই। পিন বোমা আরও উন্নত। ব্যবহার করার সময় ‘হ্যান্ড গ্রেনেডে’র মতো পিন খুলে ছুড়তে হয়। ৮০০ টাকার পিন বোমা ৫০০-৬০০ টাকায় দিয়েও মিলছে না ক্রেতা।
স্থানীয় এক বাসিন্দার কথায়, এই গরমে বোমা তৈরি খুবই ঝুঁকির। তবে মোটা টাকা লাভের আশায় অনেকে প্রাণ হাতে নিয়ে এই পেশায় আসে। এবারের ভোটও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে বেশ কড়াকড়ির। কেরামতি দেখানোর সুযোগ কম। চাহিদা নেই বুঝে একঝাঁক কারিগর রাজমিস্ত্রির জোগাড়ের কাজ নিয়েছে। কম হলেও ব্যক্তিগতভাবে কেউ কেউ অবশ্য বোমা মজুত করছে। একটাই আশা, যদি শেষ মুহূর্তে ক্রেতা মেলে!
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা