রাজ্য

দার্জিলিং নিয়ে ঘরে-বাইরে চাপে বিজেপি, কাল পাহাড়ে জোড়া সভা রাজনাথ-শাহের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দার্জিলিং লোকসভা আসন নিয়ে দলের ভিতরে ও বাইরে জোড়া চাপে রয়েছে বিজেপি। কার্শিয়াংয়ের দলীয় বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই কেন্দ্র থেকে এবার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে বলে গেরুয়া অক্ষে জোর চর্চা চলছে। আদপে মণিপুরের এই বাসিন্দাকে নিয়ে পাহাড়ের একাংশে অসন্তোষ রয়েছে। যার সুযোগ নিয়ে ভূমিপুত্র তথা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা প্রার্থী হওয়ার জন্য দার্জিলিংয়ে ঘাঁটি গেড়েছিলেন। কিন্তু প্রাক্তন আমলার ভাগ্যে শিকে ছেড়েনি। এই আবহে নিজেদের গড় হিসেবে পরিচিত দার্জিলিং নিয়ে রীতিমতো চিন্তায় বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই শিলিগুড়িতে কেন্দ্রীয় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শৈল শহরে রাজু বিস্তার সমর্থনে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এবার একইদিনে দার্জিলিংয়ে সভা করার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপি সূত্রের দাবি, আগামী সোমবার রাজু বিস্তার সমর্থনে পাহাড়ে সভা করবেন মোদি মন্ত্রিসভার এই দুই গুরুত্বপূর্ণ সদস্য। একইদিনে শাহ-রাজনাথের সভা ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে কি দার্জিলিং নিয়ে আত্মবিশ্বাসের অভাব রয়েছে পদ্মপার্টির, উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, রাজু বিস্তা দার্জিলিংয়ের সাংসদ হওয়ার পাশাপাশি দলের কেন্দ্রীয় মুখপাত্র ও যুব মোর্চার সর্বভারতীয় পদাধিকারী। স্বভাবতই দিল্লির নেতাদের অতি ঘনিষ্ঠ রাজুকে জেতাতে মরিয়া মোদি-শাহরা। বিমল গুরুং ইতিমধ্যেই বিজেপি’র সমর্থনে রাস্তায় নেমেছেন। তারপরও পাহাড়ের আসন ধরে রাখতে একইদিনে অমিত শাহ ও রাজনাথ সিংকে প্রচারে নামাচ্ছে বিজেপি। 
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা