রাজ্য

তৃণমূলের কর্মসূচিতে হাজির দিলীপ মাইক হাতে জানালেন শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, তালিত: রাজ্য রাজনীতিতে উলটপূরাণ। এতদিন তৃণমূলের বিরুদ্ধে মারমার-কাটকাট বক্তব্য রেখে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনিই তৃণমূল নেতা-নেত্রীদের সঙ্গে একমঞ্চে মাইক হাতে বক্তব্য রাখলেন। শুভেচ্ছাও জানালেন। বৃহস্পতিবার ঈদ উপলক্ষ্যে বর্ধমান-১ ব্লকের বাঘাড়-১ পঞ্চায়েতের তালিতে তৃণমূলের পক্ষ থেকে জলসত্র খোলা হয়। সেখানে তৃণমূলের প্রার্থীর ছবি দেওয়া ব্যানার লাগানো ছিল। ভাতারের ওড়গ্রামে যাওয়ার সময় দিলীপবাবু গাড়ি থেকে নেমে শাসকদলের ওই কর্মসূচিতে যোগ দেন। বেশ কিছুক্ষণ চেয়ারে বসে থাকেন। মাইক হাতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। সেইসময় সেখানে বর্ধমান-১ ব্লকের তৃণমূলের সভানেত্রী কাকলি তা গুপ্তা, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্লক সভানেত্রী হাসিমুখে তাঁকে স্বাগত জানান। 
বর্ধমান থেকে ওড়গ্রাম যাওয়ার সময় তালিত দিঘিরপাড়ের কাছে এসে দিলীপবাবু গাড়ির গতি কমিয়ে দেন। সেইসময় ব্লকের যুবসভাপতি জলের গ্লাস নিয়ে তাঁর গাড়ির দিকে এগিয়ে যান। এরপরই দিলীপবাবু গাড়ি থেকে নেমে সোজা মঞ্চে চলে আসেন। তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অনেকে আবার দিলীপবাবুর সঙ্গে সেলফি তুলতে থাকে। মঞ্চের দিকে এগিয়ে যেতেই ব্লক সভানেত্রী চেয়ার ছেড়ে উঠে পড়েন। কর্মীদের কেউ কেউ বিজেপি প্রার্থীর উদ্দেশে বলেন, চাপ নেই, বসুন। দিলীপবাবু পাল্টা বলেন, আমার উপর চাপ নেই। অন্যের উপর চাপ থাকে। তিনি বলেন, ঈদের শুভেচ্ছা রইল।
ব্লকের যুব সভাপতি মাইক হাতে বলেন, আমাদের জলসত্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উপস্থিত হয়েছেন। তাঁকে ধন্যবাদ জানাই। পরে দিলীপবাবু মাইক হাতে বলেন, রাজনীতি তার জায়গায় থাক। সামাজিক অনুষ্ঠানে যেন সৌভ্রাতৃত্ব বজায় থাকে। রামনবমী, নববর্ষ আসছে। সবাই মিলে সামাজিক অনুষ্ঠান পালন করে সৌভ্রাতৃত্ব বজায় রাখুন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। তৃণমূলের সঙ্গে দিলীপবাবুর সম্পর্ক সাপে-নেউলে। সুযোগ পেলেই বিজেপি প্রার্থী শাসকদলের উদ্দেশে কড়া মন্তব্য করেন। বিতর্কিত মন্তব্য করতেও তাঁকে দেখা গিয়েছে। সেকারণে দল তাঁকে শোকজ করেছে। সেই দিলীপবাবু তৃণমূলের মঞ্চে গিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়ায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন। অনেকে লাভ-ক্ষতির অঙ্ক কষতে শুরু করেছেন। তৃণমূলের নেতারা তাঁকে কেন কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ করে দিলেন তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও বর্ধমান-১ ব্লক তৃণমূলের যুব সভাপতি মানস ভট্টাচার্য বলেন, আমরা কেউ ওঁকে ডাকিনি। প্রচারে আসার জন্য উনি নিজে গাড়ি থেকে নেমে আমাদের কর্মসূচিতে চলে আসেন। আমরা দলের স্লোগান চালিয়ে যেতে থাকি। তৃণমূল প্রার্থীকেও জয়ী করার আহ্বান জানাতে থাকি। এসব করে উনি লাভ করতে পারবেন না। দিলীপবাবু বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। অনেকে অবশ্য বলছেন, রাজনীতিতে এমন ছবিই কাম্য। ভোট হোক ইভিএমে। কিন্তু সব দলের মধ্যে যেন সৌজন্য থাকে। বিশেষ করে দিলীপবাবু উল্টো পথে হাঁটায় অনেকে বলছেন, ‘শুভবুদ্ধির উদয় হয়েছে’। 
 বর্ধমান-১ ব্লকের বাঘাড়-১ পঞ্চায়েতের তালিতে তৃণমূলের জলসত্র কর্মসূচিতে দিলীপ ঘোষ।
5Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা