বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

শিখ মানেই খালিস্তানি! এত আস্পর্ধা হয় কীভাবে: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পুলিসকর্তা খালিস্তানি!’ সবধর্ম সমন্বয়ের পীঠস্থান বাংলায় এই বিভেদ এবং বিদ্বেষের যে কোনও জায়গা নেই, তা আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের অবমাননার বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। বঙ্গ বিজেপির ন্যক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে তাঁর হুঙ্কার, ‘শিখ মানেই খালিস্তানি! এত আস্পর্ধা হয় কীভাবে!’ 
মঙ্গলবার সন্দেশখালি অভিযান পর্বে বিরোধী দলনেতার নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দল রাজ্য পুলিসের এসএস (আইবি) যশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে কটাক্ষ করে। বিষয়টি নিয়ে অভিযোগের তির যেমন ছিল বিরোধী নেতার দিকে, তেমনই ছিল বিধায়ক অগ্নিমিত্রা পলের দিকেও। ওই ঘটনা সামনে আসা মাত্রই সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা। বুধবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ অনুষ্ঠানের মঞ্চে সেই প্রতিবাদকেই সপ্তমে নিয়ে যান তিনি। গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানের কড়া বার্তা— ‘দেশের স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তায় শিখ ধর্মাবলম্বীরা চিরকালই এগিয়ে।’ এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্য—‘পাগড়ি থাকলেই খালিস্তানি! ফোর্সে তো অনেক মুসলিম অফিসার রয়েছেন। তাহলে তাঁদের কী পাকিস্তানি বলবে? সবধর্মকে সম্মান করার জায়গা বাংলা। বিজেপি তা জানে না, মানেও না।’ এরপর নাম না করে যে বার্তা মমতা দিয়েছেন, তা লোকসভা ভোটের প্রাক্কালে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, ‘দু’একজন হঠাৎ গজিয়ে উঠেছে, বাংলার কলঙ্ক! বাংলায় থেকে বাংলাকে কলঙ্কিত করছে, কলুষিত করছে, শেষ করার লাগাতার চক্রান্ত করছে। তাঁদের জন্য পরামর্শ, আগামী দিনে ভালো থাকবেন। আপনারা খারাপ চাইছেন, চাইবেনও। কিন্তু আমরা আাপনাদের খারাপ চাই না!’
খালিস্তানি ইস্যু এখন বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতির পরিসরে পৌঁছে গিয়েছে। আলোড়ন শুরু হয়েছে দেশজুড়ে। বিক্ষোভের ঝাঁঝ বাড়ছে রাজ্যেও। এদিনও কলকাতা ও শহরতলির বিভিন্ন গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে বিক্ষোভ চলে বঙ্গ বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনের সামনে। ‘শিখস আর প্রাউড ইন্ডিয়ানস, নট খালিস্তানি’—ব্যানার, হোর্ডিং টাঙিয়ে বিক্ষোভ অব্যাহত সেখানে। রাত পর্যন্ত বিক্ষোভ চলে। বিক্ষোভ অব্যাহত আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলেও। এদিন হীরাপুর থানা ঘেরাও করে বিজেপি বিরোধী বিক্ষোভের সঙ্গেই দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। 
এই আবর্তেই রাজ্যের শিখ সাংসদ, বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া যথেষ্ট ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘যে দলেরই লোক হোক না কেন, একমাত্র মূর্খই একজন শিখকে খালিস্তানি বলবে। যেই এসব বলুক না কেন, তার একটু শিক্ষা হওয়া দরকার।’ অগ্নিমিত্রা পলের কৌশলী মন্তব্য—‘আমি শিখ সম্প্রদায়ের মানুষের সাথে বড় হয়েছি। আমি একথা বলিনি, বলতে পারি না। বাকিদের দায়িত্ব নিতে পারব না!’  
পুলিসকর্তাকে খালিস্তানি অপবাদ। বিজেপি সদর দপ্তরের বাইরে বিক্ষোভ অব্যাহত বুধবারও। -নিজস্ব চিত্র
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা