রাজ্য

মনরেগার টাকা দিচ্ছেন মমতাই, ঘরে ঘরে গিয়ে জানাবেন তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঞ্চনা বনাম উন্নয়ন। প্রতিশ্রুতি বনাম পরিষেবা প্রদান। বিভাজন বনাম একতা। এই সূত্রেই বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। ‌লড়াইয়ের কৌশল নিয়ে আজ, শুক্রবার বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্ব থাকবেন বৈঠকে। ১০০ দিনের কাজে (মনরেগা) বঞ্চিতদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে দাঁড়িয়েছে, তা নিয়ে ঘরে ঘরে প্রচারের বার্তা দেওয়া হবে আজকের বৈঠকে।
কোনও নেতাকে আর ঘরে বসলে থাকলে চলবে না। ভোটের আগের সময়টুকু পুরো কাজে লাগাতে হবে। সেই বার্তাই এদিনের বৈঠকে অভিষেক দেবেন বলেই খবর। মূলত মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রচারের হাতিয়ার হতে চলেছে বঞ্চনার ইস্যুটি। মনরেগা, আবাস, গ্রাম সড়কসহ বিভিন্ন প্রকল্পে দাবি আদায়ে ধর্না কর্মসূচি করেছেন মমতা। এছাড়া আন্দোলন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছেন অভিষেক। তবু কেন্দ্র প্রাপ্য না মিটিয়ে ‘প্রতারণা’ করেছে বলেই তৃণমূলের অভিযোগ। বিষয়টি ভোটের প্রচারে ব্যাপক মাত্রায় তুলে ধরতে চায় তৃণমূল। সেই বার্তাই দেবেন অভিষেক। মমতা ইতিমধ্যেই জানিয়েছেন, মনরেগার প্রাপ্য মজুরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যই জমা দেবে। সেটা দেওয়া হবে ১ মার্চ থেকে। 
কেন্দ্রের বঞ্চনার পরেও, বাংলার মানুষের পাশে মমতাই রয়েছেন, এই সত্য তুলে ধরবে তৃণমূল। মানুষকে তারা বোঝাবে, তৃণমূল এখন যেমন পাশে আছে, পরেও থাকবে। তাই সবাই তৃণমূলের উপর ভরসা রাখুন। মার্চের শুরু থেকেই প্রচারে নেমে পড়বে মমতার দল। একটি স্লোগানও থাকবে, যেমন ২০২১-এ ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ছিল। মহিলাদের স্বনির্ভরতা এবং পরিষদীয় রাজনীতিতে তাঁদের প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়ে প্রচারে জোর দেবে তৃণমূল। দলীয় সূত্রের খবর, রাজ্যব্যাপী শিবির করতে চলেছে তৃণমূল। যেখানে মনরেগায় বঞ্চিতদের নেওয়া হবে।
রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের চারপ্রার্থীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তোলা নিজস্ব চিত্র। 
6Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা