রাজ্য

৭৫ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ, মাইলফলক স্পর্শ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল দেওয়ার ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করল রাজ্য। শুক্রবার রাজ্যের ৭৫ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করা হল। সাফল্যের কাহিনি মানুষের কাছে পৌঁছে দিতেও একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে ছোট ছোট ভিডিও ক্লিপিং তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে একাধিক পদক্ষেপ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। গত সপ্তাহে নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। কাজে আরও গতি আনতে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজাকে, মুখ্যসচিব বি পি গোপালিকা এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তকে নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়মিত বৈঠক করে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা এবং সিদ্ধান্ত নেবে তারা। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে রাজ্যের  ১ লক্ষ ৭২ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করার লক্ষ্যেই শুক্রবার বিধানসভায় বৈঠকে বসেছিলেন তাঁরা। 
২০২০ সালের ৭ জুলাই রাজ্যে এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৫৮ হাজার কোটি টাকায় রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। কোভিড কালের সমস্যার পাশাপাশি একাধিক বাধা পেরিয়ে মাত্র সাড়ে তিন বছরেই মোট ৭৫ লক্ষ ১১ হাজার ৩৩টি বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিতে পেরেছে রাজ্য। এই প্রকল্পের জন্য কেন্দ্র-রাজ্য ৫০ শতাংশ করে টাকা দেওয়ার কথা। কিন্তু বাস্তবে জমি, বিদ্যুৎ এবং রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের আরও ২৫ শতাংশ টাকা খরচ হয় বলে দাবি নবান্নের। এই ইস্যুতেও তাই মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। তিনি জানিয়েছেন, এই প্রকল্প খাতে রাজ্য ৭৫ শতাংশ টাকা খরচ করে। তবুও সমস্ত কৃতিত্বই কেন্দ্রের বিজেপি সরকার নিতে চাইছে। রেডিও, টিভি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ভোট টানতে গেরুয়া শিবির মাঠে নেমেছে ।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা