বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ফরাক্কায় রেললাইনে লরি, লাইনচ্যুত রাধিকাপুর এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা: রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল রাধিকাপুর এক্সপ্রেস। একটি বালিবোঝাই লরি রাত দেড়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে রেললাইনের উপর পড়ে যায়। তখনই ওই লাইন দিয়ে যাচ্ছিল বাধিকাপুর এক্সপ্রেস। তারফলে ধুলিয়ান গঙ্গা ও বল্লারপুর স্টেশনের মাঝে লরির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। চালক আপদকালীন ব্রেক কষায় লাইনচ্যূত হয় ট্রেনের ইঞ্জিন। ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। দীর্ঘক্ষণ বল্লারপুর স্টেশনের আগে আটকে থাকে রাধিকাপুর এক্সপ্রেস। সকাল ৭টা থেকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করে। দুপুর ২টো নাগাদ ইঞ্জিন সরানোর পর আপ লাইন দিয়ে ট্রেন যাওয়া শুরু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, আপ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে রবিবার সন্ধ্যায় রওনা দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল। ফরাক্কার বল্লারপুরে ব্রিজের নীচে রেললাইনের উপরে একটি লরি দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন চালক। গতি বেশি থাকায় ট্রেনটি নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব ছিল। কিছুটা গতি কমলেও লরিটিকে গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন। বালিবোঝাই লরিটিকে রেললাইনের উপর দিয়ে প্রায় ১২০ মিটার ঠেলতে ঠেলতে নিয়ে যায় ট্রেনের ইঞ্জিন। লরির গায়ে ধাক্কা লাগায় ইঞ্জিন ও লাগোয়া বগি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের ইঞ্জিনের পাঁচটি চাকা লাইনচ্যূত হয়। রেললাইনের স্লিপারে চাকার ঘর্ষণে ইঞ্জিনে আগুন লেগে যায়। তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মালদহগামী বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বল্লারপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের ডিভাইডারে উঠে গিয়েছিল। তারপর চার লেনের ফ্লাইওভারের মাঝের ফাঁকা জায়গা দিয়ে নীচে ট্রেন রেললাইনে পড়ে যায়। পুলিস জানিয়েছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে। 
14Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা