রাজ্য

আদিবাসীদের অপমান, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ভোট যত এগিয়ে আসছে বাংলায় শাসক ও প্রধান বিরোধী দলের রাজনৈতিক লড়াইয়ের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত বুধ ও বৃহস্পতিবার ‘চোর’ ‘চোর’ শ্লোগান ও পাল্টা শ্লোগানে বিধানসভা চত্বর ছিল সরগরম। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করেছেন জোড়াফুল বিধায়করা। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলেও অভিহিত করেছেন তৃণমূলের আইন প্রণেতারা। পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একই স্লোগানে সরব হন বিজেপি বিধায়করা। বিধানসভার মূল ফটকের বাইরে থালা, বাটি, হুইসেল বাজিয়ে বেনজির বিক্ষোভ দেখান গেরুয়া জনপ্রতিনিধিরা। শুক্রবার তৃণমূলের ধর্নাস্থল আম্বেদকর মুর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন গেরুয়া বিধায়কদের একাংশ। যা সরাসরি আদিবাসী ও তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ভুক্তদের আঘাত করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। তারই প্রেক্ষিতে শনিবার রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হল রাজ্যের শাসকদল। দলের প্রত্যেক সাংগঠনিক জেলায় বিজেপির বিরোধিতার সুর এদিন চরমে তুলেছিল জোড়াফুল শিবির। যার পাল্টা হিসেবে আগামীকাল সোমবার কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে ধর্না কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। অর্থাৎ বিধানসভা চত্বরের উত্তাপ চলতি সপ্তাহে মাঠে-ময়দানে ছড়িয়ে পড়তে চলেছে। অন্যদিকে, সোমবার বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। অন্যদিকে, বিরোধী দলনেতার সাসপেনশনের বিরোধিতায় বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী বয়কটের ডাক দিয়েছে। স্বভাবতই সপ্তাহ শুরুর দিনেই শাসক-বিরোধী সংঘাতে ফের বিধানসভা উত্তাল হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।        
10Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা