রাজ্য

এবার পৌষমেলা পূর্বপল্লির মাঠেই, সিদ্ধান্ত বিশ্বভারতীর

সংবাদদাতা, বোলপুর: বোলপুরবাসীর জন্য সুখবর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানাল পূর্বপল্লির মাঠেই এবছর অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ণায়ক কমিটি কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিন বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের নেতৃত্বে সমস্ত কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক হয়। মূলত পৌষমেলা নিয়েই এদিনের এই আলোচনা হয়েছে। দীর্ঘ বৈঠকের পর কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা পালন করায় খুশির হাওয়া বোলপুরে। এই খবর জানাজানি হতেই কার্যত উৎসবে মেতেছেন বোলপুরবাসী।
উল্লেখ্য, পূর্বপল্লির মাঠে শেষ ২০১৯ সালে পৌষমেলার আয়োজন করে বিশ্বভারতী। এরপর করোনার কারণ দেখিয়ে দু’বছর মেলা করেননি তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে মেলা আয়োজনে অনীহা দেখান। তবে শেষ তিন বছর মেলা না করলেও, পৌষ উৎসব ঘরোয়াভাবে আয়োজন করেছিল কর্তৃপক্ষ। এবছর বিদ্যুৎ বিদায়ের পর পৌষমেলা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। ভারপ্রাপ্ত উপাচার্য, যোগদান করেই প্রথম দিনেই মেলা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেন। এরপর সদর্থক ভূমিকার বিষয়টিও স্পষ্ট করেন। যেহেতু টানা তিন বছর ওই মাঠে মেলা হয়নি, তাই দূষণ এড়াতে গ্রিন ট্র্যাইবুনালের নতুন নির্দেশিকা কী রয়েছে, সেই বিষয়টিকে প্রাধান্য দেবে বিশ্বভারতী। তাদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাতে সময় কম, তাই এবার মেলা সংক্ষিপ্ত আকারে হলেও, হবে। বিশ্বভারতীর এক আধিকারিক জানিয়েছেন, গ্রিন ট্র্যাইবুনালের নির্দেশকা পাওয়ার পর মেলার সহযোগিতা চেয়ে রাজ্য প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে।
12Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা