বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বিধানসভায় সুন্দরবন নিয়ে আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিধানসভায়  সুন্দরবন উন্নয়ন নিয়ে আলোচনাতেও  উঠে এল একশো দিনের প্রকল্প, আবাস যোজনায় রাজ্যের বঞ্চনার প্রসঙ্গ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পরিসংখ্যান নিয়ে বিস্তারিতভাবে জানান, কীভাবে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র। বঞ্চনার  বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। কেন্দ্রের জন্য সুন্দরবন এলাকার ২৪ লক্ষ মানুষ ন্যায্য প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছে। ৩ কোটি ৭৪ লক্ষ শ্রমদিবসের মজুরির টাকা বকেয়া আছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের প্রকল্পের জব কার্ডধারীদের জন্য বিভিন্ন দপ্তরের কাজ করানোর যে ব্যবস্থা করেছেন, তার সুফল পেয়েছেন সুন্দরবনের মানুষ। এর মাধ্যমে ২ কোটি ৫৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে।
 পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, সুন্দরবন উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে  উল্লেখিত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকা নিয়ে বিধানসভায় এদিন আলোচনায় বিজেপি বিধায়করা ছিলেন না। প্রদীপবাবু ছাড়াও সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা সুন্দরবন এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্ম বিস্তারিতভাবে উল্লেখ করেন। পরিবহণ, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে। প্রত্যন্ত দ্বীপ এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য চারটি ‘রো রো’ পরিষেবা  চালু  করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রদীপবাবু জানিয়েছেন। এই পরিষেবায় বড় জলযানে গাড়ি, অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যাবে। এতে সুন্দরবনবাসীদের সুবিধার পাশাপাশি পর্যটনেরও প্রসার হবে। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সাহায্যে সুন্দরবন এলাকায় উন্নয়নের চেষ্টা চলছে। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা এলাকা ঘুরে গিয়েছেন। সংশ্লিষ্ট ছ’টি দপ্তরের সচিবরাও সঙ্গে ছিলেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, দপ্তরের পরিকাঠামোর উন্নয়ন এবং আরও বেশি সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন আছে। বাজেট বরাদ্দ অর্থ খরচ করতে সমস্যা হচ্ছে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক অশোক দেব পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তোলেন। 
14Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা