রাজ্য

সিবিআইয়ের আইনজীবী অসুস্থ, পিছল অনুব্রতর জামিনের আবেদন মামলা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গোরু পাচার মামলায় জামিনের আবেদন করলেও, শুনানির অভাবে তিহারেই আটকে থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর জামিন মামলার শুনানি ছিল। কিন্তু আইনজীবী এস ভি রাজু অসুস্থ, এই অজুহাত খাড়া করে মামলা পিছনোর আবেদন জানায় সিবিআই। যা অনুমোদন করে বিচারপতি বেলা এম ত্রিবেদি এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। যদিও এভাবে মামলা পিছনোর বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী। বলা হয়, ‘গত প্রায় ১৬ মাস জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর শরীরও ভালো নেই। এবার তো জামিন দেওয়া হোক।’ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আগামী ৫ ডিসেম্বর শুনানি হবে। অন্যদিকে, নয়াদিল্লির বিশেষ সিবিআ‌ই আদালত রাউস অ্যাভিনিউতেও ছিল গোরু পাচার মামলায় প্রধান শুনানি। সেখানে সশরীরে হাজির করানো হয়েছিল অনুব্রত মণ্ডল তথা কেষ্টকে। হুইল চেয়ারে বসেছিলেন তিনি। গায়ে শীতবস্ত্র। মাঝে মাঝে কাশছিলেন। আনা হয়েছিল গোরু পাচার মামলায় অন্য অভিযুক্ত কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেন, বিএসএফের প্রাক্তন কমান্ডান্ট সতীশ কুমার এবং অনুব্রতর হিসাব পরীক্ষক মণীশ কোঠারিকে। মামলায় ধৃত অন্য দুই অভিযুক্ত অনুব্রতর কন্যা সুকন্যা এবং গোরু পাচার মামলার কিংপিন এনামুল হক তিহার থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন।  
বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে শুনানি শুরু হলে আ‌ইনজীবীরা ইডির পেশ করা চার্জশিট নিয়েই প্রশ্ন তোলেন। পেন ড্রাইভে চার্জশিটের যে কপি অনুব্রতদের দেওয়া হয়েছে, তার বেশ কিছু পাতা কম্পিউটারে ঠিক মতো খুলছে না বলে উল্লেখ করেন তাঁরা। ইডির পক্ষ থেকে তখন জানানো হয়, ‘আমাদের কম্পিউটারে তো কোনও অসুবিধে হচ্ছে না! ঠিক আছে, যদি পেন ড্রাইভে দেওয়া কপি ঠিক মতো না খোলে, তাহলে সিডিতে দিয়ে দিচ্ছি।’ আদালত তা অনুমোদন করে। একইসঙ্গে জানিয়ে দেয়, আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
9Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা