রাজ্য

রাজ্যের লক্ষ্য লোকসভা ভোটের আগেই এক কোটি বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য। তার প্রেক্ষিতে আগামী মার্চ মাসের মধ্যেই রাজ্যের এক কোটির বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। অর্থাৎ, লোকসভা নির্বাচনের আগেই এই এক কোটি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। জানাচ্ছে রাজ্যের প্রশাসনিক মহল। চলতি অর্থবর্ষেই এক কোটি বাড়ির টার্গেটের কথা বিধানসভাতেও জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের মন্ত্রী পুলক রায়।      
আড়াই বছরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে বাংলার ৬৯.০২ লক্ষ বাড়িতে পরিস্রুত জলের সংযোগ দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য। এই পরিস্থিতিতে আগামী চারমাসে আরও ৩১ লক্ষ বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাবে রাজ্য? এক আধিকারিক জানান, প্রতিমাসে সাত লক্ষ হারে নতুন সংযোগ দেওয়া হবে। ফলে চলতি অর্থবর্ষের শেষেই পূরণ হবে নবান্নের লক্ষ্য। সর্বাধিক বাড়িতে জলের সংযোগের কাজ হয়েছে নদীয়া (৮.৯৩ লক্ষ), বাঁকুড়া (১.৫৩ লক্ষ), উত্তর ২৪ পরগনা (৩.৭৫ লক্ষ), পূর্ব বর্ধমান (৭.১২ লক্ষ) প্রভৃতি জেলায়। কাজের নিরিখে সবচেয়ে পিছিয়ে পশ্চিম মেদিনীপুর। ওই জেলার ১০.৩৭ লক্ষ বাড়ির মধ্যে মাত্র ২.৫৩ লক্ষ বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে।     
সংযোগ দেওয়ার পরেও কিছু বাড়িতে জল সরবারহে কোনও সমস্যা হলে রাজ্যের তরফে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ দায়ের করার জন্য দু’টি হোয়াটসঅ্যাপ নম্বর (৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬) চালু করেছে রাজ্য। সেখানে অভিযোগ জানানোর একদিনের মধ্যেই সুরাহার একাধিক নজির রয়েছে। জানিয়েছেন এক আধিকারিক। জল সরবরাহ সংক্রান্ত অভিযোগ জানানোর বিষয়ে একাধিক বিধায়ক এদিন প্রশ্ন করেন বিধানসভায়। তার প্রেক্ষিতে বিধানসভাতেই একটি ‘অভিযোগ বক্স’ চালু করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 
এই প্রকল্পে রাজ্য এখনও পর্যন্ত খরচ করেছে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। অর্ধেক টাকা দেয় কেন্দ্র। তবে প্রকল্পটির জন্য জমি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ রাজ্যকেই চালাতে হয়। তাই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের মুখে পড়ে মোদি সরকার। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ করছে রাজ্য আর ছবি দিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর!
9Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা