রাজ্য

নিয়ন্ত্রণ রাজ্য প্রশাসনেও, বদলিতে শুরু কমিশনের হস্তক্ষেপ

কৌশিক ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এখনও ঢের দেরি। কিন্তু নির্বাচনী প্রস্তুতির ছুতোয় এখন থেকেই রাজ্য প্রশাসনে নিয়ন্ত্রণ কায়েম শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যগুলিকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং নির্বাচন নিবন্ধন আধিকারিককে  (ইআরও) কমিশনের অনুমতি ছাড়া বদলি করা যাবে না। বদলির কারণ সহ বিস্তারিত তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে কমিশনের কাছে পাঠানোর পর অনুমোদন মিলতে পারে। কলকাতা ছাড়া সব জেলায় এই দু’টি পদে থাকেন সংশ্লিষ্ট জেলাশাসক। অর্থাৎ, জেলাশাসকদের বদলির বিষয়টি ইতিমধ্যে কমিশনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। কমিশন আরও জানিয়েছে, সংশোধিত ভোটার তালিকা তৈরির কাজে নিযুক্ত সব কর্মীর বদলি সংক্রান্ত  সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শূন্যপদ পূরণের বিষয়টিও তিনি দেখবেন। প্রয়োজন মনে করলে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। অর্থাৎ, জেলাশাসকের নীচের স্তরের যেসব আধিকারিক-কর্মী ভোটার তালিকা তৈরির সঙ্গে যুক্ত, তাঁদের নিয়ন্ত্রণও এখন কমিশনের হাতে। 
এই প্রেক্ষিতে অভিজ্ঞ সরকারি আধিকারিকরা বলছেন, ভোটার তালিকা তৈরির কাজ সবে শুরু হয়েছে। প্রায় একই সঙ্গে সব পর্যায়ে বদলির ক্ষেত্রে কমিশনের এরকম হস্তক্ষেপ আগে কখনও দেখা যায়নি। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্যবর্তী সময়ে রাজ্য প্রশাসনে বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ করার আইনি ক্ষমতা রয়েছে কমিশনের। আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। ৫ জানুয়ারি হবে চূড়ান্ত তালিকা প্রকাশ। সেই দিন পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে। তাই নির্ধারিত সময়ের মাসখানেক আগে কমিশন এই নির্দেশিকা জারি করায় প্রশ্ন উঠছে। রাজ্যের অধিকারে মোদি সরকারের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। কমিশনের এই নির্দেশে কেন্দ্রের সেই প্রবণতা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশনের অবশ্য বক্তব্য, ভোটার তালিকার সংশোধনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই নির্দেশ। 
সেই সঙ্গে কমিশন রাজ্যগুলিকে ভোটার তালিকার কাজের জন্য শূন্যপদ পূরণ সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির ব্যবস্থা করতে বলেছে। কমিশনের নির্দেশে অতীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোনও আধিকারিককে ভোটার তালিকার কাজে যুক্ত করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। রাজস্থান, মধ্যপ্রদেশ সহ যে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেখানে ভোটার তালিকা তৈরির কাজ হচ্ছে না। সেগুলি বাদ দিয়ে সব রাজ্য সরকারকে এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। 
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা