রাজ্য

পানীয় জল সরবরাহে রাজ্যে প্রথম এইচডিডি প্রযুক্তিতে পাইপ লাইন

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ : ইতিহাস গড়ল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। হুগলি নদীর ডায়মন্ডহারবার ক্রিকের তলদেশের আরও সাতফুট নীচ দিয়ে পানীয় জলের পাইপ লাইন পাতা সম্পূর্ণ করল তারা। অত্যাধুনিক ‘হরাইজেন্টাল ডিরেকশনাল ড্রিলিং’এর (এইচডিডি) মাধ্যমে পাতা হয়েছে ৫০০ মিটারের হাই ডেনসিটি পলিথাইলিন (এইচডিপিই) পাইপ। সোমবার এই কাজটি সম্পূর্ণ করেছে পিএইচই। কষ্টসাধ্য এই কাজ সারতে ১১-১২ ঘণ্টা সময় লেগেছে দপ্তরের গোটা টিমের। গোটা কাজে তদারকিতে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাগর বন্দ্যোপাধ্যায় নিজে।
৯৩ বছর আগে কলকাতা থেকে বিদ্যুৎবাহী তার হাওড়ায় নিয়ে যেতে গঙ্গায় টানেল বানিয়েছিল সিইএসসি। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের জন্য সম্প্রতি গঙ্গার নীচে আরও অত্যাধুনিক টানেল বানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার গঙ্গার তলদেশে পানীয় জলের পাইপ লাইন বসিয়ে সেই তালিকায় নিজেদের নাম তুলল পিএইচই। গঙ্গার তলদেশে আরও নীচে পানীয় জলের এই পাইপ জুড়ছে ডায়মন্ডহারবার-১ নম্বর ব্লকের বোলসিদ্ধি-কালীনগর পঞ্চায়েতের বোরিয়া গ্রামের সঙ্গে হরিণডাঙা পঞ্চায়েতের মগরাজপুরের বাহাদুরপুর গ্রামকে। এই ইতিহাস গড়ে পিএইচই ডোঙারিয়া জলপ্রকল্প থেকে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল নিয়ে যাচ্ছে বোরিয়া গ্রামের ভূগর্ভস্থ জলাধারে। সেখান থেকে নদীর তলদেশ পেরিয়ে বাহাদুরপুর গ্রামের ওভারহেড ট্যাঙ্কে। এরপর পাইপলাইনের মাধ্যমে ৫০ হাজার বাড়িতে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দপ্তর। পিএইচই’র এই কাজে উচ্ছ্বসিত দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। সেই পর্বেই এই সাফল্য এসেছে। প্রকল্প সংশ্লিষ্ট ডিজাইনার, সকল ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের অভিনন্দন জানাই। 
হুগলি নদীর ডায়মন্ডহারবার ক্রিকের এই অংশ যথেষ্ট খরস্রোতা এবং গভীর। এখানে নদীর তলদেশ কোথাও ৩৬ মিটার, আবার কোথাও ৫৪ মিটার চওড়া। পাইপ পাতার জন্য নদীর তলদেশে গর্ত করার সময় বারবার ধস নেমে কাজে ব্যাঘাত ঘটেছে। সেসব প্রতিবন্ধকতাকে হটিয়ে নদীর তলদেশে সমান্তরালভাবে বসেছে পাইপলাইন। শুধু নদী তলদেশের অংশটাই নয়, এইচডিডি প্রযুক্তির মাধ্যমে বোরিয়া এবং বাহাদুর গ্রামের মাটির নীচের অনেকটা অংশ জুড়ে পাতা হয়েছে পাইপগুলি। সোমবার হরিণডাঙা পঞ্চায়েতের মগরাজপুরের বাহাদুরপুরে গিয়ে দেখা গেল, গোটা পিএইচই টিমের কর্মব্যস্ততা। বৃষ্টির মধ্যেই জল-কাদায় নেমে কাজ করছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব দে, জুনিয়র ইঞ্জিনিয়ার কৌশিক কর্মকার সহ অন্য আধিকারিকরা। গুরুদাসনগর স্টেশন সংলগ্ন রাস্তার ধারে বসানো হয়েছে এইচডিডি মেশিন। নদীর তলদেশ পারাপারের আগে ‘হোল এনলার্জার ব্যারেল’এর সাহায্যে বিশেষ এক রাসায়নিক ব্যবহার করে ২৬ ইঞ্চির একটি গর্তও বানানো হয়েছে। এরপর সেই গর্ত দিয়ে গোল্ডেন জয়েন্টে দীর্ঘায়িত এইচডিপিই পাইপ টেনে নিয়ে যাওয়া হয়েছে নদীর অপরপ্রান্তের বাহাদুরপুর গ্রামের বৃদ্ধাশ্রমের কাছের ভূগর্ভস্থ জলাধারে।  এমন অভিনব কাজ দেখার জন্য নদীর দু’প্রান্তে উৎসুক মানুষের ভিড ছিল চোখে পড়ার মতো।
14Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা