রাজ্য

শস্যবিমা থাকলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না দু’হাজার আলুচাষি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষকদের শস্যবিমা করিয়ে দিয়েছিল রাজ্য সরকার। ফসল নষ্ট হলে সেই বাবদ ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব ছিল ‘এগ্রিকালচার ইনসিওরেন্স কোম্পানি অব ইন্ডিয়া’ নামে একটি সর্বভারতীয় বিমা সংস্থার উপর। অভিযোগ, রাজ্যের তরফে বিমার প্রিমিয়াম বা কিস্তি মিটিয়ে দেওয়ার পরও নষ্ট হওয়া ফসলের জন্য কোনও ক্ষতিপূরণ পাচ্ছেন না প্রায় দু’হাজার আলুচাষি। এই অভিযোগের প্রেক্ষিতে এবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
২০২১-২২ অর্থবর্ষে শীতকালীন বৃষ্টির জেরে আলু চাষে ব্যপক ক্ষতি হয়েছিল। সেই বছর পশ্চিম মেদিনীপুরের গড়বেতার প্রায় দু’হাজার আলু চাষি বাংলা শস্যবিমার আওতায় বিমা করিয়েছিলেন। এই প্রকল্পে বিমার সিংহভাগ প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। সংশ্লিষ্ট কৃষককে কিস্তি বাবদ কিছু  অর্থ দিতে হয়। অভিযোগ, রাজ্য এবং সংশ্লিষ্ট চাষির তরফে বিমার প্রিমিয়াম বাবদ প্রদেয় টাকা মিটিয়ে দেওয়ার পরও ১,৯১১ জন কৃষক ক্ষতিপুরণের অর্থ পাননি। 
এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, একই এলাকায় ফসল নষ্টের জন্য ৪০ জন চাষিকে ক্ষতিপূরণের অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। অথচ এই ১,৯১১ জন কৃষক এক টাকাও পাননি। এই প্রেক্ষিতে প্রকল্পের জেলাভিত্তিক নজরদারি কমিটির প্রধান হিসাবে জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। 
12Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা