রাজ্য

এশিয়ান গেমসে বঞ্চনা? হাইকোর্টে বাংলার মহিলা ভলিবল খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলার মহিলা ভলিবল খেলোয়াড়কে এশিয়ান গেমসে জাতীয় দলে জায়গা দেওয়া হয়নি। তাই এবার দলের বাছাই পর্বকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হুগলির বাঁশবেড়িয়ার ওই মহিলা ভলিবল খেলোয়াড় রুকসানা খাতুন। রুকসানা দক্ষিণ-পূর্ব রেলের কর্মী। তাঁর অভিযোগ, ট্রায়াল অর্থাৎ বাছাই পর্বে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বাছাই পর্বে তাঁকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার কারণ জানতে তিনি ভারতীয় ভলিবল ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও জবাব পাননি। তাই জাতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আইনজীবী আফরিন বেগমের বক্তব্য, ২০০৭ সাল থেকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন রুকসানা। এশিয়ান গেমসের ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাড হক কমিটি, গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, জাতীয় দলে নির্বাচনের জন্য ট্রায়ালের সময় সংশ্লিষ্ট খেলোয়াড়ের উচ্চতা, দাঁড়ানো, পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের মাপকাঠির ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। আইনজীবীর অভিযোগ, ট্রায়ালে সমস্ত শর্ত পূরণ করার পরও রুকসানাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। তাঁর আরও দাবি, রুকসানার থেকে কম অভিজ্ঞতাসম্পন্ন অন্তত দু’জন খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।  এর আগে এই একই অভিযোগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন রুকসানা। বিচারপতি ভট্টাচার্য অবশ্য সেই মামলায় কোনও নির্দেশ দেননি। বিচারপতি ভট্টাচার্য জানান, তাঁর বেঞ্চ যেহেতু ভলিবল বিশেষজ্ঞ নয়, তাই এবিষয়ে তাঁর পক্ষে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে ওপেন সিলেকশন ট্রায়াল প্রক্রিয়ার সমস্ত ভিডিও রুকসানাকে দেখার ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। 
12Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা