রাজ্য

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত প্রবল  বৃষ্টির সঙ্গে দুর্যোগেরও আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারও নিম্নচাপ অবস্থান করেছে। দু’দিনের মধ্যে এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। বুধবার কলকাতাসহ বিভিন্ন জেলায় সারাদিন ধরে আকাশ মেঘলা ছিল এবং মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবার বাড়বে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। 
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, দখিনা বাতাস সক্রিয় থাকায় সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে ওই জলীয় বাষ্প বৃষ্টির উপযোগী ঘন মেঘের সৃষ্টি করছে। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সেপ্টেম্বরে উত্তরবঙ্গে বৃষ্টি খুবই কম হয়েছে। সেই ঘাটতি এবার কিছুটা মিটবে। তবে অতিবৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা থাকছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে ধস, নদীর জলস্তর বৃদ্ধি, শহরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়া এবং মাঠের ফসলের ক্ষতির ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। - ফাইল চিত্র
13Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা