রাজ্য

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় শুধু নির্দিষ্ট কাজই করার নির্দেশ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থবর্ষের শুরুতে পাড়া বৈঠকের মাধ্যমে নেওয়া কাজগুলিই আপাতত করতে হবে। পঞ্চায়েতের তিনটি স্তরেই এর বাইরে নতুন অতিরিক্ত কাজ করা যাবে না । পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে চলা প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝপথে যুক্ত হওয়া এই ধরনের কাজকে সরকারি পরিভাষায় ‘সাপ্লিমেন্টারি ওয়ার্ক’ বলা হয়। সম্প্রতি, প্রতিটি জেলার আধিকারিকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। সেখানেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বছরের শুরুতে নির্ধারিত কাজগুলিই করতে হবে, সাপ্লিমেন্টারি ওয়ার্ক নয়। 
কেন এই নির্দেশ দিল রাজ্য? এর কারণ ব্যাখ্যা করে এক অফিসার জানান, কী কাজ হবে, বছরের শুরুতেই তার নির্দিষ্ট তালিকা তুলে দিতে হয় কেন্দ্রীয় পোর্টালে। সেটি মিলিয়ে দেখে কেন্দ্র। এর বাইরে কাজ হলে জটিলতার সৃষ্টি হয়। সাপ্লিমেন্টারি ওয়ার্ক কেন্দ্রীয় পোর্টালে তোলার জন্য বছরে কিছুদিন সময় দেয় কেন্দ্র। ওই দিনগুলি বাদ দিয়ে অন্য সময় নতুন করে নেওয়া কাজ কেন্দ্রের পোর্টালে তোলা যায় না। এবার সেই সুযোগ এখনও কেন্দ্র দেয়নি। ফলে অতিরিক্ত কাজ হলে তা কেন্দ্রের পোর্টালে তোলা যাবে কি না, সেই বিষয়ে রাজ্যের অফিসাররা নিশ্চিত নন। তাই পঞ্চায়েতগুলিকে অতিরিক্ত কাজ হাতে না নেওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে। 
সূত্রের খবর, ত্রিস্তর পঞ্চায়েতে সদ্য বোর্ড গঠন হওয়ায় প্রচুর নতুন কাজের প্রস্তাব আসছে। ফলে নির্ধারিত সূচি বাদ দিয়ে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় অন্যান্য কাজ করলে আগামী দিনে বড় সমস্যা দেখা দিতে পারে। তাই এই কড়াকড়ি। জানিয়েছেন রাজ্যের সংশ্লিষ্ট অফিসাররা।
12Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা